ঢাকা, ২৯ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৬ || ১৬ মাঘ ১৪৩২
good-food

পাকিস্তানের সাহস নেই বিশ্বকাপ বয়কট করার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:০৪ ২৯ জানুয়ারি ২০২৬  

পাকিস্তান বিশ্বকাপ খেলুক চান শহীদ আফ্রিদি-মোহাম্মদ হাফিজসহ আরো অনেকে। বিপক্ষেও মত আছে অনেক সাবেকের। তবে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকেই। যা এখনো জানায়নি পিসিবি।

ইতিমধ্যে অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে পিসিবি। তবে সংক্ষিপ্ত সংস্করণের দশম আসরে পাকিস্তান খেলবে কিনা তা এখনো নিশ্চিত নয়। আগামী শুক্রবার অথবা সোমবার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পিসিবির সভাপতি মহসিন নাকভি।

কি সিদ্ধান্ত আসছে তা সেদিনই জানা যাবে। তার আগে আজিঙ্কা রাহানে মনে করেন, পাকিস্তানের সাহস নেই বিশ্বকাপ বয়কট করার। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে এমনটাই জানিয়েছেন ভারতীয় ওপেনার।

গতকাল ভারত-নিউজিল্যান্ডের চতুর্থ টি-টোয়েন্টি শেষে পাকিস্তানের বয়কট করার গুঞ্জন নিয়ে রাহানে বলেছেন, “তারা এমনটা করবে বলে মনে করি না। তাদের সেই সাহস নেই।”

আগামী ৭ ফেব্রুয়ারি ভারত-শ্রীলঙ্কায় শুরু হবে বিশ্বকাপ। বিশ্বকাপের বিষয়ে গত সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আলোচনা করেন মহসিন। 

তবে সিদ্ধান্ত জানানোর বিষয়ে নিজের এক্সে লিখেন, ‘প্রধানমন্ত্রী মিয়াঁ মুহাম্মাদ শাহবাজ শরিফের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আইসিসির বিষয়টি সম্পর্কে তাকে অবহিত করেছি এবং তিনি নির্দেশ দিয়েছেন যে, আমরা সকল বিকল্প বিবেচনা করেই বিষয়টি সমাধান করব। চূড়ান্ত সিদ্ধান্ত শুক্রবার অথবা আগামী সোমবার নেওয়া হবে বলে একমত হয়েছেন।” 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর