ঢাকা, ২৮ জানুয়ারি বুধবার, ২০২৬ || ১৪ মাঘ ১৪৩২
good-food

পাটওয়ারীর ওপর হামলা নিয়ে মির্জা আব্বাস, ‘ঝগড়ার প্রয়োজন নেই’

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:০২ ২৭ জানুয়ারি ২০২৬  

ঢাকা-৮ আসনে এনসিপির মুখ্য সমন্বয়ক ও ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ওই আসনের বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তিনি বলেন, এই ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এবং অকারণে ঝগড়ায় জড়ানোর প্রয়োজনও তিনি মনে করেন না।

মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “এই ধরনের স্কোপ তো অনেক দিন ধরেই খোঁজা হচ্ছে। চেষ্টা করছে লাগানোর জন্য। কিন্তু খামাখা কার সঙ্গে লাগবো? এর কোনো দরকারই তো নেই।”

অহেতুক সংঘাতে জড়ানো তার রাজনৈতিক কৌশলের অংশ নয় উল্লেখ করে তিনি বলেন, “কোনো ঝগড়া করার প্রয়োজন আছে নাকি? আমার ঝগড়ার রেকর্ড আছে?”

এদিন দুপুর ১২টার দিকে নাসীরুদ্দীন পাটওয়ারী শান্তিনগরের হাবিবুল্লাহ বাহার কলেজে একটি পিঠা উৎসবে অতিথি হিসেবে যোগ দিতে যান। এ সময় ছাত্রদলের পরিচয়ে কিছু ব্যক্তি ‘ধানের শীষ’ স্লোগান দিয়ে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে।

ঘটনার পর নিজের ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, ছাত্র নামধারী সন্ত্রাসীরা তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। তিনি লেখেন, তার দিকে ডিম, পচা পানি ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।

হামলাকারীরা ‘ধানের শীষ, ধানের শীষ’ স্লোগান দেয় বলেও অভিযোগ করেন তিনি। ঘটনার প্রতিবাদে ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে একটি প্রতিবাদ মিছিল হয়।

পরে সংবাদ সম্মেলনে এ ঘটনার জন্য মির্জা আব্বাস ও তার সমর্থকদের দায়ী করে বিচার দাবি করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে তাকে বিএনপি থেকে বহিষ্কারের দাবি জানান এনসিপির মুখ্য সমন্বয়ক।

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর