ঢাকা, ০৭ জানুয়ারি বুধবার, ২০২৬ || ২৩ পৌষ ১৪৩২
good-food
১৭

মনোনয়ন বৈধ-অবৈধ, যে কেউ আপিল করতে পারবেন: ইসি সচিব

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৪৮ ৫ জানুয়ারি ২০২৬  

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থী বা বৈধ প্রার্থীর বিরুদ্ধে আপত্তি থাকলে যে কেউ আপিল করতে পারবেন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, “ইসিতে আপিল শুনানিতে দালিলিক প্রমাণ যাচাই-বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

সোমবার রাজধানীর আগারগাঁওয়ের ইসিতে আপিল দায়ের কেন্দ্র পরিদর্শন শেষে আখতার আহমেদ সাংবাদিকদের এই কথা বলেন।

ইসি সচিব জানান, নির্বাচনে মোট ২ হাজার ৫৬৮ মনোনয়নপত্র দাখিল হয়েছিল। এর মধ্যে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে ইসি।

বিভিন্ন ত্রুটির কারণে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানান আখতার আহমেদ। তিনি বলেন “বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যু হওয়ায় তার তিনটি মনোনয়নপত্র যাচাই বাছাই ছাড়াই কার্যক্রম শেষ করা হয়।”

আপিল প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, “রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তিরা আজ (সোমবার) থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করতে পারবেন।”

“বাতিল হওয়া প্রার্থীরা যেমন আপিল করতে পারবেন, তেমনি কারও মনোনয়নপত্র বৈধ হলে তার বিরুদ্ধেও সংক্ষুব্ধ ব্যক্তি আপিল করতে পারবেন।”

সংক্ষুব্ধ ব্যক্তিরা যেকোনো বিষয়ে আপিল করতে পারেন বলে উল্লেখ করেন ইসি সচিব। তিনি বলেন, “সুনির্দিষ্ট তথ্য-প্রমাণসহ আপিল করলে কমিশন তা পর্যালোচনা করবে।”

কীভাবে পর্যালোচনা করবে? এর ব্যাখ্যায় তিনি বলেন, “আমরা এখন কাগজ জমা নেব, পরে সেগুলো পরীক্ষা করে সিদ্ধান্ত দেওয়া হবে। এক্ষেত্রে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে আপিল শুনানি অনুষ্ঠিত হবে।”

হলফনামা ও স্বতন্ত্র প্রার্থীদের ১ শতাংশ ভোটারের সমর্থন সংক্রান্ত জটিলতা ও হয়রানির অভিযোগের সাংবাদিকেরা জানতে চাইলে ইসি সচিব বলেন, “রিটার্নিং অফিসাররা যাচাই-বাছাই সম্পন্ন করেছেন।”

“এরপরও যদি কোনো অসঙ্গতি থাকে বা কেউ সংক্ষুব্ধ হন, তবে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে আপিল করলে, শুনানিতে তা পর্যালোচনা করা হবে।”

প্রার্থীদের দ্বৈত নাগরিকত্ব নিয়ে কমিশনের সিদ্ধান্তের বিষয়ে আখতার আহমেদ বলেন, “গণমাধ্যমে কোনো খবর এলেই শুধু হবে না, এ বিষয়ে কেউ সুনির্দিষ্টভাবে আপিল করলে কমিশন তা খতিয়ে দেখবে।”

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর