ঢাকা, ২৮ জানুয়ারি বুধবার, ২০২৬ || ১৫ মাঘ ১৪৩২
good-food

কাঁচাবাজারে কখন যাবেন?

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৩৯ ২৮ জানুয়ারি ২০২৬  

সকালের আলো ফোটার আগেই কাঁচাবাজার জেগে ওঠে। ভোর ৬টা থেকে ৮টা। এই সময়টাকেই বলা যায় বাজারের ‘সোনালি সময়’।

মাছের আড়ত থেকে সদ্য আসা মাছ, ক্ষেত থেকে তোলা শাকসবজি, আর রাতভর ট্রাকে করে আনা ফল, সবকিছু তখন সবচেয়ে তাজা।

বিক্রেতারাও দিন শুরুর উদ্যমে থাকেন, ফলে ভালো জিনিস বাছাই করার সুযোগ বেশি থাকে। এই সময় বাজারে এক ধরনের সতেজ গন্ধ থাকে—মাটি, সবুজ পাতা আর নদীর মাছের মিলিত ঘ্রাণ। যা আপনাকে টাটকা খাবার বেছে নিতে সাহায্য করে।

কম ভিড়, বেশি বাছাইয়ের সুযোগ

সকালে ভিড় তুলনামূলক কম থাকে। তাই ধীরেসুস্থে দেখে-শুনে কেনাকাটা করা যায়। দরদাম করাও সহজ হয়। আপনি সময় নিয়ে শাকপাতা উল্টে দেখতে পারেন, মাছের চোখ আর কানকো দেখে টাটকাভাব বুঝতে পারেন। এসব ভিড়ের মধ্যে কঠিন হয়ে পড়ে। বাজারের সরু গলিতেও তখন হাঁটা সহজ, তাড়াহুড়া কম।


সকালে ভিড় তুলনামূলক কম থাকে। তাই ধীরেসুস্থে দেখে-শুনে কেনাকাটা করা যায়।
সকাল ৯টার পর: ভিড় বাড়ে, বিকল্প কমে

সকাল গড়ালে বাজারে মানুষের ঢল নামে। তখনও ভালো জিনিস থাকে, তবে ভিড়ের কারণে বাছাই করা কষ্টকর হয়। অনেক সময় সেরা পণ্য আগেই বিক্রি হয়ে যায়। বাজারের স্বস্তিও কমে আসে, শব্দ আর ধাক্কাধাক্কিতে মনোযোগ নষ্ট হয়।


দুপুরে গেলে কেন মান কমে যায়

দুপুরের দিকে শাকসবজি কিছুটা নুয়ে পড়ে, মাছের টাটকাভাব কমতে শুরু করে। গরমে বরফ গলে যায়, পাতার সতেজতা হারায়। বিক্রেতাদের ধৈর্যও তখন আগের মতো থাকে না। ফলে কেনাকাটার অভিজ্ঞতা ততটা সুখকর হয় না।

বিকেলের বাজার: দরদামে সুবিধা

যাদের সকালে সময় মেলে না, তারা বিকেল ৪টা থেকে ৬টার মধ্যে যেতে পারেন। এ সময় অনেক বিক্রেতা দিনের অবিক্রীত পণ্য দ্রুত বিক্রি করতে চান, ফলে দরদামে সুবিধা পাওয়া যায়। যদিও টাটকাভাব সকালের মতো থাকে না, তবুও প্রয়োজনীয় জিনিস সাশ্রয়ে কেনা সম্ভব।


যাদের সকালে সময় মেলে না, তারা বিকেল ৪টা থেকে ৬টার মধ্যে যেতে পারেন।
বাজার মানে শুধু কেনাকাটা নয়

সকালের বাজার মানে একটু হাঁটা, পরিচিত মানুষের সঙ্গে দেখা, আর দিনের শুরুতেই প্রয়োজনীয় কাজ সেরে ফেলার মানসিক তৃপ্তি। এটি এক ধরনের স্বাস্থ্যকর অভ্যাসও। অনেকের জন্য এটি দিনের প্রথম সামাজিক যোগাযোগ, যা মন ভালো করে দেয়।

সম্ভব হলে সপ্তাহে অন্তত দু’দিন ভোরে কাঁচাবাজারে যান। টাটকা খাবার, ভালো দরদাম, আর এক টুকরো প্রাণবন্ত সকাল সবই মিলবে একসঙ্গে। কাঁচাবাজারে যাওয়ার সঠিক সময় আসলে ঘড়ির কাঁটায় নয়, আপনার জীবনযাত্রার ছন্দের সঙ্গেই জড়িয়ে। নিয়মিত গেলে আপনি নিজেই বুঝে যাবেন কোন দোকানে কখন সবচেয়ে ভালো জিনিস পাওয়া যায়।

লাইফ কিচেন বিভাগের পাঠকপ্রিয় খবর