ঢাকা, ২৮ জানুয়ারি বুধবার, ২০২৬ || ১৪ মাঘ ১৪৩২
good-food

বাংলাদেশ বাদ: আইসিসির কঠোর সমালোচনায় পাকিস্তান কিংবদন্তি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:০৪ ২৭ জানুয়ারি ২০২৬  

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার পর থেকেই আইসিসির সমালোচনা করছে অনেকে। সবচেয়ে বেশি সমালোচনা করছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডও (বিসিবি)।

এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন পাকিস্তানের সাবেক ব্যাটার মোহাম্মদ ইউসুফ। আইসিসির কঠোর সমালোচনা করে সংস্থাটির শাসব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ হাজারের বেশি রানের মালিক এক্সে লিখেছেন, “নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, নেপাল, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, নামিবিয়া, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের সম্মিলিত ক্রিকেট দর্শকসংখ্যার প্রায় সমান দর্শক বাংলাদেশের একারই। ১০টি দেশ মিলে: ১৭ কোটি ৮০ লাখ। বাংলাদেশ: ১৭ কোটি ৬০ লাখ।”

এত দর্শক সংখ্যা থাকার পরেও বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা উপেক্ষা করাটা ঠিক হয়নি বলে মনে করেন ইউসুফ। ৫১ বছর বয়সী ব্যাটার বলেছেন, “বৈশ্বিকভাবে দর্শকদের ওপর নির্ভরশীল একটি খেলা, সেখানে বাংলাদেশের নিরাপত্তাজনিত ন্যায়সংগত উদ্বেগকে উপেক্ষিত করাটা ধারাবাহিকতা ও শাসনব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। যখন বেছে বেছে সুবিধা দেওয়া হয়, তখন নিরপেক্ষতা হারিয়ে যায়। প্রভাব নয়, ক্রিকেটকে নীতি অনুযায়ী পরিচালনা করতে হবে।”

এর আগে বাংলাদেশকে বাদ দেওয়ায় আইসিসিকে ধুয়ে দেন জেসন গিলেস্পি ও শহীদ আফ্রিদি। গিলেস্পি অবশ্য পরে নিজের পোস্ট মুছে ফেলতে বাধ্য হন। কারণ হিসেবে তিনি জানান, বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আইসিসির ভূমিকা প্রশ্নবিদ্ধ করায় তিনি অনলাইনে তীব্র আক্রমণের শিকার হন এবং শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্ট মুছে ফেলতে বাধ্য হন।

নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না জানিয়ে, আইসিসিকে শ্রীলঙ্কায় ম্যাচ দেওয়ার অনুরোধ করেছিল বাংলাদেশ। তবে বাংলাদেশের ভেন্যু চেঞ্জের বিষয়কে সাড়া না দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দিয়েছে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর