ঢাকা, ২৩ জানুয়ারি শুক্রবার, ২০২৬ || ১০ মাঘ ১৪৩২
good-food

রিচি সোলায়মানকে কেন ‘মুরগি মুন্নী’ ডাকা হয়

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৫৬ ২৩ জানুয়ারি ২০২৬  

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। ২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি আমেরিকা প্রবাসী রাশেকুর রহমান মালিককে বিয়ে করেছেন তিনি। বিয়ের পর আমেরিকা-বাংলাদেশ যাওয়া-আসার মধ্যেই থেকেছেন অভিনেত্রী।

সম্প্রতি স্বামী-সন্তান-সংসারের অনেক অজানা তথ্য রিচি শেয়ার করেছেন জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র দ্বিতীয় মৌসুমের অষ্টম পর্বে।

২৪ জানুয়ারি, রাত ৮টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচার হবে এই বিশেষ পর্বটি। এই পর্বেই রিচি জানালেন অনেকে তাকে ‘মুরগি মুন্নী’নামে ডাকেন। কিন্তু কেন?

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় দীর্ঘ এই পডকাস্টে রিচি বলেন, ‘‘আমেরিকায় সব কাজ নিজেদেরই করতে হয়। এমনও হয়েছে, একসাথে ৭০-৮০ জনের জন্য রান্না করি। ঈদের সময় ৬০-৬৫টি পরোটাও ভাজতে হয়। আনন্দ নিয়ে ওসব কাজ করি। আমার ডাক নাম মুন্নী। আমার হাতের চিকেন ডিশ অনেক জনপ্রিয় হওয়ায় মজা করে অনেকে আমাকে ‘মুরগি মুন্নী’ বলে ডাকে।’’

রিচি আরও জানান, কিছুদিন আগে স্বামী-সন্তানদের নিয়ে ওমরাহ হজ করতে গিয়েছিলেন এবং সেখানে একজন বিশেষ মানুষের জন্য মন খুলে দোয়া করেছেন তিনি। কে রিচি সোলায়মানের সেই বিশেষ মানুষ? জানা যাবে এই পডকাস্টে।

এদিকে আজ রিচি সোলায়মানের জন্মদিন। এ বছর তিনি দেশেই, তাই বিশেষ দিনটি উদযাপন করছেন ঢাকায়।

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর