ঢাকা, ১৫ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৬ || ২ মাঘ ১৪৩২
good-food

সালামের উত্তর পেতেন না নাঈম-শাবনাজ, পাশে ছিলেন জসিম

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৫২ ১৫ জানুয়ারি ২০২৬  

নব্বই দশকের জনপ্রিয় জুটি নাঈম ও শাবনাজ। সে সময়ের তরুণ-তরুণীদের মধ্যে এ জুটির জনপ্রিয়তা শীর্ষে ছিল। নির্মাতা এহতেশামের হাত ধরে তারা সিনেমাতে নাম লেখান। প্রথম সিনেমা ‘চাঁদনী’ দিয়েই তারকা বনে যান তারা দুজন।

তবে প্রথম সিনেমা দিয়ে জনপ্রিয়তা পেলেও সে সময়ের অনেক তারকার কাছে প্রিয় হতে পারেননি বলে জানান অভিনেত্রী শাবনাজ। সোশ্যাল মিডিয়ায় তার এমন একটি মন্তব্যের ভিডিও ঘুরছে।

শাবনাজ বলেন, ‘‘আমরা ইন্ড্রাস্ট্রিতে আসার পর এবং ‘চাঁদনী’ ছবিটা যখন হিট হয়ে যায় তখন কিছু মানুষ এটাকে ভালো চোখে দেখলো। কিছু মানুষ আমাদের ওয়েলকাম করেছে। আবার কিছু মানুষ এটাকে ভালো চোখে দেখেনি। এমনকি তাদের আমরা সালাম দিলে সেটাও নিতেন না।’’

তিনি আরও বলেন, ‘‘বিশেষ করে নাঈম অনেক হিরোকে সালাম দিতেন তারা সালামের ঠিকমতো উত্তর দিতেন না। তখন জসিম ভাই আমাদের বলতেন মন খারাপ করো না। নাঈমকে বলতেন লেগে থাকো। তিনি সব সময় আমাদের তার ভালোবাসায় রাখতেন। আমি তার প্রযোজনা প্রতিষ্ঠানের একটি সিনেমাতেও কাজ করেছি। তিনি মানুষ হিসেবে খুবই দারুণ ছিলেন।’’

১৯৯৬ সালে ‘গরীবের ওস্তাদ’ সিনেমাতে নায়ক জসিমের বোনের চরিত্রে অভিনয় করেন শাবনাজ। সিনেমাটি পরিচালনা করেন জিল্লুর রহমান। এটি সে সময় দারুণ ব্যবসা সফল হয়।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর