ঢাকা, ০৮ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৬ || ২৪ পৌষ ১৪৩২
good-food
৩০

খালেদা জিয়ার যে নির্দেশ মেনে চলছেন আসিফ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:১২ ৬ জানুয়ারি ২০২৬  

ক্যারিয়ারের শুরু থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে জড়িত সংগীতশিল্পী আসিফ আকবর। ২০০৬ সালে বিএনপি থেকে মনোনয়নও চেয়েছেন তিনি।

বর্তমানে আসিফ বিএনপির কোনো পদে নেই। নিজেকে বিএনপির একজন সমর্থক বলেই দাবি করেন তিনি।

মঙ্গলবার বাংলা গানের যুবরাজকে গুলশানে বিএনপি কার্যালয়ে বেগম জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে দেখা যায়। এ  সময়ে তিনি গণমাধ্যমের মুখোমুখী হন।

তার ভাষ্য, ‘‘আমি বিএনপির কোনো পর্যায়ের নেতা নই। আমার কোনো পদও নেই। আমি বিএনপির একজন একনিষ্ঠ সমর্থক। বেগম জিয়ার সঙ্গে রাজনীতি করেছি। আমাকে জিয়া পরিবারের একজন অনুরক্ত বলতে পারেন। শোক বইতে সংগীতশিল্পী হিসেবে সাক্ষর করতে এসেছি।’’

আসিফ জানান, বেগম জিয়ার সঙ্গে তার দীর্ঘদিনের আন্দোলন ও বিভিন্ন সময় সফরের সুযোগ হয়েছে। শোক বইয়ে সে স্মৃতী লিখেছেন এ তারকা।

‘ও প্রিয়া’খ্যত গায়ক বেগম জিয়ার নির্দেশেই রাজনীতি থেকে দুরে আছেন জানান। প্রয়াত প্রধানমন্ত্রীর সঙ্গে আসিফ সর্বশেষ ২০২৪ সালে দেখা করেন।

তিনি বলেন, ‘‘সে সময় ম্যাডামের নির্দেশ ছিল, আমি যেন শুধু গানই গাই। এখনও সেই নির্দেশ মেনে চলছি।’’

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর