ঢাকা, ৩০ জানুয়ারি শুক্রবার, ২০২৬ || ১৭ মাঘ ১৪৩২
good-food

জিৎ-প্রসেনজিৎকে অপমান দেবের!

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৪৫ ৩০ জানুয়ারি ২০২৬  

বেশ কিছুদিন ধরে গুঞ্জন দেব নাকি জিৎ ও প্রসেনজিৎ-কে অপমান করেছেন। ছবি রিলিজ নিয়ে জিৎ এবং দেবের বচসা হচ্ছে দীর্ঘদিন। দেবকে পূজোর সময় ছবি রিলিজে বাধা দেওয়া হয়েছে।

প্রতি পূজোয় যেখানে দেব ছবি রিলিজ করেন, সেখানে তাকে বাধা দেওয়াটা নেহাতই সহজ না। যদিও বা পূজোর সময় ৪-৫টি ছবি রিলিজের ঘটনা একেবারেই নতুন না। তাহলে দেব-কে বাধা দেওয়া কেন? অভিনেতা কি আদৌ কাউকে অপমান করেছেন?

কারওর সঙ্গে খারাপ আচরণ করেছেন? সেটাই উঠেছে প্রশ্ন।

এবার এ নিয়ে মুখ খুললেন প্রযোজক রানা সরকার। অকারণে, দেবকে টার্গেট করা হচ্ছে, এমনটাই জানিয়েছেন রানা।

ভুলভাল কিছুই তিনি মেনে নেবেন না, রানা সমাজ মাধ্যমে এমনটাই লিখেছেন।

দেবের সঙ্গে রানার বেশ ভাল সম্পর্ক। যদিও, অন্যায়ের সঙ্গে আপোষ করেননি তিনি। দেবকে ডিফেন্ড করেই রানা সোজাসুজি বলছেন, ‘‘বুম্বাদা-কে অপমান করলে যেমন মেনে নেবো না, তেমনি অকারণ দেব-কে টার্গেট করা হলেও প্রতিবাদ করবো। সেদিন সত্যি কী ঘটেছিলো সেটার আমি প্রত্যক্ষদর্শী ও সাক্ষী।’’

এখানেই থামলেন না তিনি। একজন সুপারস্টার তার সিনেমা নিয়ে আসবেন, ছবি রিলিজ করবেন, সেই নিয়ে তারিখের গোলমেলে হিসেব একেবারেই মানতে পারছেন না রানা। আদৌ কি স্ক্রিনিং কমিটির এই অধীকার আছে?

রানা বলেন, ‘‘মানুষ দেব-জিৎ-বুম্বাদার সিনেমা হলে গিয়ে দেখতে চায়, আমরা কে সেটার রিলিজ তারিখ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার? আদৌ আমাদের সেই অধিকার আছে কি ? লড়াইটা ছিল হিন্দি সিনেমার বিরুদ্ধে, এখন তো আমরা নিজেদের মধ্যেই লড়াই করছি।’’

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর