ঢাকা, ১৬ জানুয়ারি শুক্রবার, ২০২৬ || ৩ মাঘ ১৪৩২
good-food

শাকিবের সমালোচনায় আসিফ, মুক্তি চাইলেন পরীমণির কাছেও

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:২০ ১৬ জানুয়ারি ২০২৬  

বাংলা গানের যুবরাজ আসিফ আকবর সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে খবরের শিরোনামে আসছেন। গানের বাইরে তিনি এখন ক্রীড়াঙ্গনেও ব্যস্ত সময় পার করছেন। 

সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে উপস্থিত হন আসিফ আকবর। সেখানে দেশের বিভিন্ন তারকাদের উদ্দেশে আসিফের প্রশ্ন কী- তা জানতে চাওয়া হয়। এসময় জেমস, শাকিব খান, দীপা খন্দকার, পরীমণির নামও উঠে আসে।

পরীমণি প্রসঙ্গে আসিফ বলেন, ‘‘পরীমণিকে যতটুকু দেখি, সে একটু খামখেয়ালি। আমি তাকে প্রশ্ন করতে চাই, তুমি আমাদের মুক্তি দেবে কবে? তুমি একটা কিছু করো, সেটেল ডাউন হও। কীভাবে করবে, সেটা আমাকে বলো।’’

এসময় শাকিবের এখনকার সিনেমার গানেরও সমালোচনা করেন আসিফ। 

উপস্থাপক এ প্রসঙ্গে জানতে চাইলে শাকিবের ডায়ালগ ও গানের কণ্ঠ নিয়ে তিনি বলেন, ‘‘আপনি যখন ডায়ালগ দেন, তখন কণ্ঠ একরকম শোনায়। কিন্তু গানের সময় হঠাৎ গলা চিকন হয়ে যায়, কিছুটা মেয়েলি শোনায়। যেখানে কিংবদন্তি কণ্ঠশিল্পীরা গান দিয়েছেন, সেখানে এখন যাদের সঙ্গে আপনি কাজ করছেন, সেই টোন কী ঠিক চলছে? আপনি এটা কীভাবে উপভোগ করছেন?’’