ঢাকা, ২৮ অক্টোবর মঙ্গলবার, ২০২৫ || ১৩ কার্তিক ১৪৩২
good-food
২৭৪

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে তারকাদের পোস্ট, কে কি লিখলেন

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:২৭ ১৫ আগস্ট ২০২৫  

আজ শুক্রবার, ১৫ আগস্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম প্রয়াণ দিবস। ১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। একে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করছেন শোবিজ তারকারা।  

 

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বঙ্গবন্ধুর ছবি পোস্ট করে ঢালিউড সুপারস্টার শাকিব খান লিখেছেন, শোকাবহ দিনে বিনম্র শ্রদ্ধা।

 

৩২ নম্বরের ঐতিহাসিক সিঁড়িঘরের ছবি শেয়ার করে এপার-ওপার দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান লিখেছেন, বিনম্র শ্রদ্ধা।

 

ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক সিঁড়িঘরের ছবি শেয়ার করে অভিনেত্রী নাজিফা তুষি লিখেছেন, বিনম্র শ্রদ্ধা।

 

গত বছরের শ্রদ্ধাজ্ঞাপন পোস্ট পুনরায় শেয়ার করে একই বার্তা জানিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

 

অভিনেতা আরশ খান লিখেছেন, সাত কোটি জনতার হে বঙ্গ জননী, রেখেছো বাঙালি করে, মানুষ করোনি। কবি গুরু তোমার কথা আজ মিথ্যা প্রমাণিত হয়েছে, আমার বাঙালি আজ মানুষ হয়েছে।

 

অভিনেতা ইরফান সাজ্জাদ লিখেছেন, আমি কোনো দল করি না। একাত্তরের শেখ মুজিবুর রহমান কখনোই মিথ্যা না, শ্রদ্ধা।

 

বঙ্গবন্ধুর ছবি পোস্ট করে অভিনেতা জাহের আলভী বলেছেন, কেউ মানুক আর না মানুক, আজ শোক দিবস। বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।

 

বঙ্গবন্ধুর একটি উক্তি শেয়ার করে নির্মাতা-অভিনেতা শরাফ আহমেদ জীবন লিখেছেন, কোনো জেল জুলুমই আমাকে কোনো দিন টলাতে পারেনি কিন্তু মানুষের ভালোবাসা আমাকে বিব্রত করে তুলেছে। বিনম্র শ্রদ্ধা-ভালোবাসা।

 

শেখ মুজিবের একটি ছবি প্রকাশ করে মডেল পিয়া জান্নাতুল লিখেছেন, আমরা কখনো ইতিহাস ভুলতে পারব না, আমরা কখনো আমাদের শিকড় ভুলতে পারব না।

 

সংগীতশিল্পী কোনাল লিখেছেন, বিনম্র শ্রদ্ধা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনার আত্মার মাগফিরাত কামনা করি। আমিন।

 

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ব্যান্ড আর্টসেলের লিড ভোকালিস্ট লিংকন ডি কস্টা দীর্ঘ পোস্টে লিখেছেন, হরেক রঙের ‘সব্যসাচী’র ভিড়ে সময়ের থেকে এগিয়ে যাওয়া আর একলা হয়ে পড়া এক মহান ব্যক্তি তুমি... তুমিই বঙ্গবন্ধু এক এবং অদ্বিতীয়।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর