ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৩২৩

ফুসফুসের ওপর কী প্রভাব ফেলে ওমিক্রন?

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:২৪ ৩ জানুয়ারি ২০২২  

একে ডেল্টায় রক্ষে ছিল না। এই তো সেই দিন ডেল্টার দাপটে একেবারে দুঃসহ অবস্থা ছিল ভারতে। সেই রেশ সবে কাটিয়ে উঠেছি আমরা। কয়েক মাস আগে থেকেই আবার শুরু হয়েছিল কোভিডবিধি মেনে মোটের উপর স্বাভাবিক পথ চলা। তবে তারমধ্যেই নভম্বরের শেষে উড়ে এল ওমিক্রনের খবর। প্রথমে তেমন পাত্তা না দিলেও কিছুদিনের মধ্যেই বিশেষজ্ঞরা বুঝে গেলেন এই ভাইরাসকে আটকে রাখা খুবই কঠিন। কারণ এই ভাইরাস অত্যন্ত সংক্রামক। বাংলাদেশেও লাফিয়ে বাড়ছে কোভিড ও ওমিক্রন আক্রান্তের সংখ্যা। তাই এবার বর্ষবরণে সতর্ক করছেন চিকিৎসকরা।


কেন ওমিক্রন চিন্তার?
এই প্রসঙ্গে আমরি হাসপাতালের বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা: রুদ্রজিৎ পাল বলেন, এই ভাইরাসকে নিয়ে প্রচুর গবেষণা চলছে। এক্ষেত্রে জানা যাচ্ছে, এই ভাইরাসের স্পাইক প্রোটিনে ঘটেছে মিউটেশন। স্পাইক প্রোটিনে এই বদলের ফলে ওমিক্রন হয়ে উঠেছে অত্যন্ত সংক্রামক। অর্থাৎ একটি মানুষ থেকে অপর মানুষে এই ভাইরাস ভীষণ দ্রুত পৌঁছে যেতে পারে। ফলে একবার কোনও ব্যক্তি আক্রান্ত হলে অন্যরাও এই সমস্যায় পড়তে পারেন। তাই নিতে বলা হচ্ছে সাবধানতা।


এই রোগে ফুসফুসে কি প্রভাব পড়ে?
ডা: পাল জানান, এতদিন পর্যন্ত যতদূর জানা যাচ্ছে, এই ভাইরাস খুব সংক্রামক হলেও রোগ তেমন গুরতর দিকে এগয় না। এমনকী দক্ষিণ আফ্রিকার কেসেও এই বিষয়টিই সামনে উঠে এসেছে। বেশিরভাগ ক্ষেত্রেই থাকে করোনার মৃদু উপসর্গ।


তবে কি ফুসফুসের কোনও সমস্যা হওয়ার আশঙ্কা নেই?
ডা: পাল বলেন, না, এভাবে বলা যাবে না। করোনা হল রেসপিরেটরি ভাইরাস। অর্থাৎ মানুষ এই রোগে আক্রান্ত হলে সমস্যা দেখা দিতে পারে শ্বসনতন্ত্রে। ওমিক্রনও কোভিড ১৯-এরই রূপ। ফলে এর থেকেও ফুসফুস আক্রান্ত হতে পারে। তখন শ্বাসকষ্ট দেখা দিতে পারে, কমতে পারে শরীরে অক্সিজেনের মাত্রা।


এক্ষেত্রেও কি হতে পারে নিউমোনিয়া?
ডা: পালের কথায়, নিউমোনিয়া (Pneumonia) হল ফুসফুসের মারাত্মক সংক্রমণ। তাও ব্যাকটেরিয়াল নিউমোনিয়া আমাদের দুটি ফুসফুসের মধ্যে একটিকে আক্রান্ত করে। কিন্তু ভাইরাস সংক্রমণের কারণে নিউমোনিয়া হওয়া খুবই খারাপ। এক্ষেত্রে দুটি ফুসফুসেই সমস্যা ছড়িয়ে যায়। রোগীর অবস্থার দ্রুত অবনতি হয়। কোভিড নিউমোনিয়ার ক্ষেত্রেও ঘটেছে এই সমস্যাই। তাই এত মানুষ প্রাণ হারিয়েছেন। আর ওমিক্রন কোভিড ভাইরাস হওয়ায় এই ঘটনা ওমিক্রন আক্রান্তের সঙ্গেও ঘটতে পারে। তাই সবাধান থাকুন।


কী সতর্কতা নিতে হবে?
এক্ষেত্রে মানুষের মধ্যে ফিরিয়ে আনতে হবে করোনাবিধি। করোনার নিয়ম মেনে এই সমস্যার করা যাবে সমাধান। মাস্ক পরুন, হাত ধুয়ে নিন, স্যানিটাইজার ব্যবহার করুন। পাশাপাশি শারীরিক দূরত্ব মেনে চলতে হবে। ভিড়ে যাবেন না। বিশেষত, বর্ষবরণের সময়ে আমাদের হতে হবে আরও বেশি সতর্ক। কোনও পার্টি এই বছর নয়। বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। তবেই এই ভাইরাস থেকে মুক্তি পাওয়া যাবে বলেই জানাচ্ছেন এই বিশিষ্ট চিকিৎসক।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর