ঢাকা, ০১ মে বৃহস্পতিবার, ২০২৫ || ১৮ বৈশাখ ১৪৩২
good-food
৮৬৪

করোনায় রাজশাহী মহিলা কলেজের প্রথম ভিপি সৈয়দা সুফিয়ার মৃত্যু

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৪৮ ৩ জুলাই ২০২০  

রাজশাহী মহিলা কলেজের প্রথম নির্বাচিত ভিপি সৈয়দা সুফিয়া সামাদ দীর্ঘদিন করোনা বিরুদ্ধে লড়াই শেষে গত ১  জুলাই ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁকে সি এম এইচ হাসপাতাল মসজিদে জানাজা শেষে বনানীস্থ সামরিক কবরস্থানে দাফন করা হয়। 

 তৎকালীন রক্ষণশীল সময়ে  টেবিল টেনিস খেলায়  এবং শওকত ওসমানের ' ক্রীতদাসের হাসি' মঞ্চ  নাটকে তিনি বিশেষ সাফল্যের ছাপ রাখেন। 

রত্নগর্ভা এই নারীর জেষ্ঠ্য পুত্র মেজর ডা.খোশরোজ সামাদ ' লাইফ' এর নিয়মিত লেখক। মরহুমার মৃত্যুতে লাইফ পরিবার  গভীর শোক প্রকাশ করেছে। 

 মরহুমার একমাত্র কন্যা ডা. খুরশিদা সামাদ জাতীয় চক্ষু হাসপাতালের একজন চিকিৎসক। কনিষ্ঠপুত্র বুয়েট থেকে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে বহুজাতিক কম্পানির  কর্মকর্তা ।

মৃত্যুকালে স্বামী , পুত্র-কন্যা ছাড়াও বহু গুণগ্রাহী রেখে গেছেন এই কৃতী নারী।

শিল্প-সাহিত্য বিভাগের পাঠকপ্রিয় খবর