ঢাকা, ২২ অক্টোবর মঙ্গলবার, ২০২৪ || ৭ কার্তিক ১৪৩১
good-food
২৭২

করোনার রেকর্ড ভাঙবে ডেঙ্গু? কি বলছেন বিশেষজ্ঞরা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৫৭ ২৮ আগস্ট ২০২৩  

ক্ষণে ক্ষণে রূপ বদলাচ্ছে ডেঙ্গু। টালমাটাল ডেঙ্গু পরিস্থিতি যেন হার মানাচ্ছে করোনাকালকেও। অতীতের সব রেকর্ড ভেঙে শুধু চলতি বছরের আগস্টেই প্রাণহানি হয়েছে ৩০০ জনের। আর পরিস্থিতির ভয়াবহতায় মশক নিধন কার্যক্রমের দুর্বলতাকে দায়ী করা হচ্ছে ।


সারা বছর এ ভাইরাসটির প্রভাব থাকলেও এটি মূলত বেশি ছড়িয়ে পড়ত জুলাই মাসে। আগস্টে ধারণ করে ভয়ঙ্কর রূপ।

 

তবে চলতি বছরে অতীতের সব রেকর্ড ভেঙ্গে শুধু রাজধানী কিংবা শহরকেন্দ্রিক নয়, এটি ছড়িয়ে পড়ে সারাদেশে। বর্তমানে সংক্রমণ কিছুটা কমতে শুরু করলেও মৃত্যুর হার এখনও উদ্বেগজনক।
 

দেশে ২০২০ সাল থেকে হানা দেয়া ডেঙ্গুতে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়ছিল ২০১৯ সালে। সেবছর ডেঙ্গুতে আক্রান্ত হয় ১ লাখেরও বেশি মানুষ। আর মারা যায় ১৬৪ জন।

 

অন্যদিকে, গত ২৩ বছরের ইতিহাসে ডেঙ্গুতে ২০২২ সালে সর্বোচ্চ মৃত্যু হয়। সেবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যায় ২৮১ জন। এর বিপরীতে শুধু চলতি বছরের আগস্ট মাসের ২৭ দিনেই মারা গেছেন প্রায় ৩০০ মানুষ। সবমিলিয়ে টালমাটাল বর্তমান ডেঙ্গু পরিস্থিতি।

 

বিশেষজ্ঞরা বলছেন, একাধিকবার ডেঙ্গুতে আক্রান্ত হওয়া মানুষের জটিলতা বেশি থাকে। চলতি বছর নতুন করে আরও অনেকের ডেঙ্গু হওয়ায় সামনের বছরগুলোও হবে চ্যালেঞ্জিং।

 

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ড. বে-নজির আহমেদ বলেন, এ মৃত্যুর হারের উর্ধগতিটা সামনের দিনগুলোতে হয়তো আরও বাড়বে। কারণ, মানুষ এবার বেশি আক্রান্ত হচ্ছে। ঢাকায় খুব কম লোকই খুঁজে পাওয়া যাবে যারা এক বা একাধিকবার ডেঙ্গুতে আক্রান্ত হয়নি। প্রথম সংক্রমণের পর আবার যখন সংক্রমণ হচ্ছে তাই এটি মারাত্মক সংক্রমণ। যার কারণেই মৃত্যুর সংখ্যা এতো বেশি।