ঢাকা, ০১ মে বৃহস্পতিবার, ২০২৫ || ১৭ বৈশাখ ১৪৩২
good-food
২৩

রিকশার নতুন নকশা করেছে বুয়েট, চলবে রাজধানীতে

লাইফ টিভি 24

প্রকাশিত: ০২:৫১ ২৯ এপ্রিল ২০২৫  

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্রকৌশল বিভাগের একটি দল রিকশার নতুন নকশা তৈরি করেছে। নতুন নকশার রিকশা রাজধানীতে নামাতে এরই মধ্যে কাজ শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, নতুন নকশার এই রিকশা সাধারণ রিকশার তুলনায় হবে নিরাপদ। নতুন রিকশায় ব্রেকিং ব্যবস্থা থাকবে তিনটি হাইড্রোলিক ডিস্কসহ পার্কিং ব্রেকও।

 

ফলে রিকশা নিয়ন্ত্রণ করা সহজ হবে। নিয়ন্ত্রণহীনতার কারণে দুর্ঘটনা ঘটবে না। নতুন রিকশার নকশা করেছে বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক মো. এহসানের নেতৃত্বে ছয় সদস্যের গবেষকদল। গবেষকদল সূত্রে জানা গেছে, যাত্রীদের নিরাপত্তা এবং সড়কের শৃঙ্খলার কথা চিন্তা করে সব কিছু সংযোজন করা হয়েছে।

 

যেমন—সাধারণ রিকশায় ‘লুকিং গ্লাস’ থাকে না। ফলে রিকশাচালককে পেছনে তাকিয়ে অন্যগাড়ি আসছে কি না দেখতে হয়। আবার সাধারণ রিকশায় ইন্ডিকেটরও নেই। ফলে রিকশা ডানে অথবা বাঁয়ে মোড় নিলে পেছনের যানবাহনের চালকরা তা বুঝতে পারেন না, যা দুর্ঘটনার ঝুঁকি তৈরি করে। নতুন রিকশায় এসব রাখা হয়েছে।

 

জানা গেছে, এই নকশার রিকশা হবে সাধারণ রিকশার চেয়ে অনেক নিরাপদ। অবশ্য এটি তৈরিতে বর্তমান ব্যাটারিচালিত রিকশার সমান খরচ পড়বে। বুয়েট গবেষকদলের এমন গবেষণার বিষয় জানার পরপরই কাজ শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ডিএনসিসি সূত্রে জানা গেছে, নতুন নকশা বা মডেলের রিকশা ঢাকার রাস্তায় চলাচলের অনুমতি দেবে। পুরনো রিকশা পর্যায়ক্রমে সড়ক থেকে তুলে নেওয়া হবে।