ঢাকা, ১৯ মার্চ মঙ্গলবার, ২০২৪ || ৫ চৈত্র ১৪৩০
good-food
৯২৯

অস্ত্রসহ আটক যুবলীগ নেতা খালেদ মাহমুদ (ভিডিও)

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩৬ ১৮ সেপ্টেম্বর ২০১৯  

যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে আটক করেছে র‌্যাব। বুধবার সন্ধ্যায় তার গুলশানের বাসা থেকে অবৈধ অস্ত্রসহ তাকে আটক করে তারা। এর আগে বিকেল থেকে গুলশান-২ এ বাসাটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। 
আটকের ঘটনাটি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. ক. মো. সারওয়ার-বিন-কাশেম। 
খালিদ মাহমুদ ভূঁইয়া ফকিরাপুলের আলোচিত অবৈধ ক্যাসিনোর মালিক। দেশের ফুটবলসহ খেলার জগতে পরিচিত নাম ইয়াংমেনস ক্লাব। সেটিকেই ক্যাসিনো হিসেবে ব্যবহার করেন তিনি। সেখানেই প্রতিদিন বসত জুয়ার আড্ডা। দিনদুপুরে কাঁড়ি কাঁড়ি টাকা লেনদেন হয়। 
উল্লেখ্য,গত শনিবার গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক হয়। সেখানে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে 'মনস্টার' সম্বোধন করে তাদের পদ থেকে বাদ দেয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
একই সভায় যুবলীগের কিছু নেতার কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এরপর থেকেই যুবলীগের এসব নেতার ব্যাপারে খোঁজ খবর শুরু করে আইন-শৃঙ্খলা বাহিনী।  
এর অংশ হিসেবে এদিন দুপুরে যুবলীগ নেতার অবৈধ ক্যাসিনোতে অভিযান চালিয়ে ১৪২ জনকে আটক এবং বিপুল পরিমাণ টাকা জব্দ করে র‌্যাব।