ঢাকা, ১২ মে সোমবার, ২০২৫ || ২৮ বৈশাখ ১৪৩২
good-food
২২৮

করোনা: যেসব লক্ষ্মণ দেখলে হাসপাতালে ভর্তি করতেই হবে

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৫৮ ২৬ এপ্রিল ২০২১  

করোনাভাইরাস সারাদেশে লাফিয়ে বাড়াচ্ছে সংক্রমণ। সেকেন্ড ওয়েভ আগের চেয়ে আরও মারাত্মক রূপ ধারণ করে দাঁত বসাচ্ছে। চিকিৎসকেরা জানাচ্ছেন, কোভিডের এই স্ট্রেনটি একদিকে যেমন সংক্রামক, তেমনই অনেক গুরুতর লক্ষণও দেখা যাচ্ছে এই সংক্রমণে। 


এক্ষেত্রে কিছু রোগী বাড়ির কোয়ারান্টিনে সুস্থ হয়ে উঠছেন। আবার কয়েকজনের স্বাস্থ্যের অবনতি হলে হাসপাতালে ভর্তি হচ্ছেন। এখন দেখে নেওয়া যাক সেই ৫টি লক্ষ্মণ, যেগুলো দেখা গেলে রোগীকে হাসপাতালে ভর্তি করতেই হবে।


শ্বাসকষ্ট 
শ্বাসকষ্ট বা বুকে ব্যথা হওয়া সংক্রমণের ঝুঁকি বাড়ার লক্ষণ। করোনা শ্বাসযন্ত্রের ওপর আক্রমণ করে। ফলস্বরূপ রোগীর শ্বাস নিতে অসুবিধা শুরু হয়। জীবনের ঝুঁকিও বেড়ে যায়।


অক্সিজেন স্তর
করোনায় সংক্রামিত হওয়ার সঙ্গে সঙ্গেই এটি শরীরের অক্সিজেন স্তরেও প্রভাব ফেলে। কোনও ব্যক্তি করোনা সংক্রামিত হলে শরীরে অক্সিজেনের মাত্রার অভাব দেখা দেয়। যদি এমন দেখা যায়, সেক্ষেত্রে রোগীকে অবিলম্বে হাসপাতালে ভর্তি করা উচিত।


অজ্ঞান হওয়া 
করোনা আক্রান্ত হলে মস্তিষ্কের ক্রিয়াকলাপকে প্রভাবিত করে। বিভ্রান্তি, আলস্যতা, অস্থিরতা ও অজ্ঞানতার মতো লক্ষণও অনেক রোগীর মধ্যে দেখা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, কোনও রোগীর যদি সহজ কাজ করতে অসুবিধা হয় বা কোনও বাক্য উচ্চারণে গন্ডগোল হয়, সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে রোগীকে নিয়ে হাসপাতালে যেতে হবে।


বুকের ব্যথা
বুকে কোনও ধরনের ব্যথা উপেক্ষা করবেন না। রোগী করোনা আক্রান্ত হলে বুকে ব্যথা এবং জ্বালা অনুভব করতে পারেন। যদি এ ধরনের সমস্যা অনুভব হয়, সেক্ষেত্রে অবিলম্বে হাসপাতালে যাওয়া উচিত।


সাধারণ লক্ষণ
জ্বর, কাশি, গলা ব্যথা, শরীরে ব্যথা, জয়েন্টে ব্যথা করোনার সবচেয়ে সাধারণ লক্ষণ। এই লক্ষণগুলো যখন দেখা দেয়, তখন হোম কোয়ারেন্টাইনের পরামর্শ দেওয়া হয়। কিন্তু যদি এই লক্ষণগুলো খুব গুরুতর হয়ে ওঠে, তবে অবিলম্বে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা উচিত।
 

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর