ঢাকা, ০৮ মে বৃহস্পতিবার, ২০২৫ || ২৫ বৈশাখ ১৪৩২
good-food
১৪

জাতির উদ্দেশে ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী, ‘আমরা বদলা নেব’

লাইফ টিভি 24

প্রকাশিত: ০২:২১ ৮ মে ২০২৫  

আজাদ কাশ্মির ও অন্যান্য জায়গায় ভারতের হামলায় নিহতদের রক্তের বদলা নেওয়ার হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বুধবার (৭ মে) রাতে জাতির উদ্দেশে এক টেলিভিশন ভাষণে শেহবাজ বলেন, “গতকাল রাতে ভারত আমাদের ওপর হামলা চালিয়ে বড় ভুল করেছে। আগ্রাসনের জন্য তাদের মূল্য দিতে হবে।”

 

ভারতের প্রতিরক্ষা বাহিনী পাকিস্তানের অভ্যন্তরে ‘অপারেশন সিঁদুর’ নামে যে ঝটিকা অভিযান চালিয়েছে, ইতোমধ্যে তার দাঁতভাঙা জবাব পাকিস্তান দিয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বিজ্ঞাপন বুধবার পাকিস্তানের পার্লামেন্ট ন্যাশনাল অ্যাসেম্বলিতে দেওয়া এক ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, “রাতের আঁধারে পাকিস্তানের ভেতরে ঢুকে বড় নাশকতা করার জন্য হামলা চালিয়েছে ভারত। অতীতেও এমন হামলা ভারত চালিয়েছে এবং বরাবরের মতো এবারও সর্বশক্তিমান আল্লাহর কৃপায় এবং জাতির সমর্থন ও দোয়ায় আমাদের সামরিক বাহিনী এই হামলার দাঁতভাঙা জবাব দিয়েছে।”

 

“পাকিস্তানের এই দৃঢ়তাপূর্ণ জবাব শত্রুপক্ষকে বিশৃঙ্খল করে দিয়েছে এবং একটি পরমাণু শক্তিধর দেশ হিসেবে পাকিস্তানের শক্তি, শৌর্য ও সামর্থ্যকে পুনরায় স্মরণ করিয়ে দিয়েছে এবং তাদের চোখ থেকে ঘুম কেড়ে নিয়েছে। আমাদের সামরিক বাহিনী ইস্পাত-কঠিন বাহিনী।”- বলেন শেহবাজ।

 

পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মিরের অন্তত ৯টি স্থানে হামলার পর ভারত বলেছে, যেসব স্থানকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে, সেগুলো সন্ত্রাসীদের নিয়োগ কেন্দ্র, প্রশিক্ষণ শিবির ও হামলা চালানোর কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো। ভারত-নিয়ন্ত্রিত জম্মু কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার দুই সপ্তাহ পর বুধবার মধ্যরাতে পাকিস্তানে ওই হামলা চালিয়েছে ভারত।

 

ভারতের এই হামলার পর পারমাণবিক অস্ত্রধারী এশিয়ার চিরবৈরী দুই প্রতিবেশীর মাঝে পুরোমাত্রার যুদ্ধ শুরুর শঙ্কা তৈরি হয়েছে। ভারত পাকিস্তানের ৯টি স্থানে হামলার দাবি করলেও পাকিস্তান তা অস্বীকার করেছে। দেশটি বলেছে, ছয়টি স্থানে হামলা করেছে ভারতীয় বাহিনী। আর এসব স্থানের কোনোটিই সন্ত্রাসীদের আস্তানা ছিল না। 

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর