ঢাকা, ১০ মে শনিবার, ২০২৫ || ২৬ বৈশাখ ১৪৩২
good-food

ভারতীয় গণমাধ্যমকে ‘সার্কাস’ বললেন সোনাক্ষী সিনহা

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৫:৫৪ ১০ মে ২০২৫  

ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা ও সামরিক সংঘর্ষ বাড়ার প্রেক্ষাপটে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। কিছুদিন ধরেই ‘অপারেশন সিঁদুর’ নামে পাকিস্তানে চালানো ভারতের হামলা নিয়ে বলিউডের তারকারা নিজ দেশের সেনা সদস্য এবং সরকারকে বাহবা দিচ্ছেন। কিন্তু এবার স্রোতের বিপরীতে হাঁটলেন এই অভিনেত্রী। 
ভারতীয় গণমাধ্যমের তীব্র সমালোচনা করেছেন তিনি।

 

 

শুক্রবার (৯ মে) ইনস্টাগ্রামে দেওয়া এক স্টোরিতে ভারতীয় মূলধারার সংবাদ চ্যানেলগুলোর খবর পরিবেশনের পদ্ধতিকে সরাসরি ‘সার্কাস’ বলে বিদ্রুপ করেছেন সোনাক্ষী। ভারতীয় নিউজ চ্যানেলগুলো একটা রসিকতায় পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই চিৎকার, চেঁচামেচি, ওভারড্রামাটিক ভিজ্যুয়াল আর সাউন্ড ইফেক্ট দিয়ে আপনারা কী করছেন? শুধু আপনাদের কাজটা করুন, ঘটনা যেভাবে ঘটেছে সেভাবেই রিপোর্ট করুন।
 

 

দাবাং খ্যাত এই অভিনেত্রী আরও লেখেন, যুদ্ধকে সেনসেশনাল করে তুলে ধরবেন না, আর মানুষকে আতঙ্কিত করবেন না। যাঁরা এমনিতেই উদ্বিগ্ন। দয়া করে সত্যিকারের কোনো নির্ভরযোগ্য সূত্র খুঁজে নিন আর সেটাই অনুসরণ করুন। সংবাদের নামে এই আবর্জনা দেখা বন্ধ করুন।
 

 

অভিযোগ উঠেছে,  ইন্টারনেট থেকে নেওয়া কিছু ভুয়া ভিডিও এবং  ছবি নিয়ে ভারতের শীর্ষ সংবাদমাধ্যমগুলো সেটাকে পাকিস্তানে হামলার দৃশ্য বলে চালিয়ে দিচ্ছে। এর ফলে বিপাকেও পড়েছে সেই মেইনস্ট্রিম মিডিয়াগুলো। শুধু তাই নয় সংবাদের তথ্য ও ভাষায় অতিরঞ্জিত শব্দ প্রয়োগ করে তথ্য বিভ্রাটের মতোও অভিযোগ রয়েছে। এরই প্রেক্ষিতে ক্ষোভে ফেটে পড়েন সোনাক্ষী সিনহা।
 

 

উল্লেখ্য, শুক্রবার সকালে ভারতের সংবাদমাধ্যম এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে দেশের সামরিক অভিযান তথা সেনাদের গতিবিধির সম্প্রচার থেকে বিরত থাকার নির্দেশিকা জারি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে সোনাক্ষীর এই পোস্ট ঘিরে ভারতীয় গণমাধ্যমের দাবি, এই ধরনের খবর সম্প্রচারের ফলে দেশের সেনারা বিপদে পড়তে পারে তারই ইঙ্গিত দিয়ে এই পোস্ট করেছেন অভিনেত্রী।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর