ঢাকা, ১৮ আগস্ট সোমবার, ২০২৫ || ২ ভাদ্র ১৪৩২
good-food
২২

সবার আগে এশিয়া কাপের দল ঘোষণা পাকিস্তানের, নেই বাবর-রিজওয়ান

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:০২ ১৭ আগস্ট ২০২৫  

আসন্ন টি–টোয়েন্টি এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ নিয়ে সবার আগে দল ঘোষণা করলো তারা। তবে এই দলে  নেই দুই তারকা ক্রিকেটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে টি-টোয়েন্টি দলে ফেরা শাহিন শাহ আফ্রিদি এশিয়া কাপের স্কোয়াডে টিকে গেছেন।

 

এবার পাকিস্তানের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সালমান আলি আগা। মূল মঞ্চে লড়ার আগে তার নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ খেলবে পিসিবি ঘোষিত ১৭ সদস্যের দলটি। সেই সিরিজে পাকিস্তান ছাড়া স্বাগতিক আরব আমিরাত ও আফগানিস্তান প্রতিদ্বন্দ্বিতা করবে। শারজায় ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর হবে এই সিরিজ। 

 

এর দুই দিন পর (৯ সেপ্টেম্বর) আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরাতেই শুরু হবে এশিয়া কাপ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। অংশগ্রহণকারী আট দলের  টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে পড়েছে পাকিস্তান। ওই গ্রুপের অপর দলগুলো হলো ভারত, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।

 

পাকিস্তান স্কোয়াড

সালমান আলি আগা (অধিনায়ক), সাইম আইয়ুব, ফখর জামান, সাহিবজাদা ফারহান, হাসান নেওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সালমান মির্জা, আবরার আহমেদ, হারিস রউফ, হাসান আলী, শাহিন শাহ আফ্রিদি ও সুফিয়ান মুকিম।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর