ঢাকা, ০৯ জানুয়ারি শুক্রবার, ২০২৬ || ২৫ পৌষ ১৪৩২
good-food
১৬

‘ক্রিকেটার নয়, বাংলাদেশের সরকারের সঙ্গে লড়াই করুন’

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৪৮ ৭ জানুয়ারি ২০২৬  

আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এর কঠোর সমালোচনা করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।

ভারত সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, “লড়াই করতে হলে বাংলাদেশ সরকারের সাথে করুন, ক্রিকেটারদের সাথে নয়।”

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, বিসিসিআই এর নির্দেশে কোলকাতা নাইট রাইডার্স (কেকেআর) স্কোয়াড থেকে বাঁহাতি পেসারকে সরিয়ে নেয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন তুলেন ওমর আব্দুল্লাহ। বলেন, “একজন খেলোয়াড়কে এভাবে লক্ষ্যবস্তু বানানো ঠিক নয়। এর প্রভাব আসন্ন বিশ্বকাপে পড়তে পারে।”

মঙ্গলবার রাজধানীতে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন মুখ্যমন্ত্রী ওমর। ভেনেজুয়েলা ইস্যুতে মার্কিন প্রশাসনের কঠোর অবস্থান তুলে ধরে ভারতকে আরও সাহসী হওয়ার চ্যালেঞ্জ জানান তিনি।

মোস্তাফিজুর প্রসঙ্গে তিনি প্রশ্ন তুলে বলেন, “একজন খেলোয়াড়কে বা দিলে কি হবে? তার অপরাধ কি? তাক বাদ দিলেই কি বাংলাদেশের সাথে ভারতের পরিস্থিতির উন্নতি হবে বলে আপনারা মনে করেন?”

বাংলাদেশ-ভারত সম্পর্কের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ কি আমাদের ক্ষতি করেছে? তাদের সাথে আমাদের সম্পর্ক তো ভালোই ছিলো। বাংলাদেশ তো আমাদের দেশে অন্তত সন্ত্রাসবাদ ছড়ায়নি।”

আইপিএলের নিলামে ৯কোটি ২০ লাখ রুপির বিনিময়ে মোস্তাফিজুর রহমানকে কিনেছিলো কেকেআর। কিন্তু বিসিসিআইয়ের পক্ষ থেকে তাকে রিলিজ করে দেয়ার নির্দেশনা দেয়া হয়। সেই নির্দেশ মেনেই কেকেআর তাকে দল থেকে ছাড়তে বাধ্য হয়।

বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকার আইপিএল সম্প্রচার অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করেছে। এছাড়া বাংলাদেশের ক্রীড়া মন্ত্রণালয় বিসিবি বোর্ডকে নির্দেশ দিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের লিগ পর্বের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেয়ার আবেদন জানাতে। খেলোয়াড়দের নিরাপত্তার কথা বিবেচনা করেই এমন দাবি তুলেছে বাংলাদেশ।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর