ঢাকা, ১৫ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৬ || ২ মাঘ ১৪৩২
good-food
৩৫

নাজমুলকে সরিয়ে দিচ্ছে বিসিবি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৩৫ ১৫ জানুয়ারি ২০২৬  

এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খবরটি নিশ্চিত করেছেন বিসিবির এক পরিচালক। 

বৃহস্পতিবার নাজমুলের পদত্যাগের দাবিতে বনানীতে সংবাদ সম্মেলেন করেন ক্রিকেটাররা। সেখানে জানানো হয়, নাজমুল পদত্যাগ না করা পর্যন্ত মাঠে ফিরবেন না তারা। 

এই দাবির মুখে নাজমুলকে বোর্ডের অর্থ কমিটির পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিসিবি পরিচালকদের এক অনলাইন সভায়।

বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান নাজমুলের পদত্যাগের দাবিতে একদিন আগে আল্টিমেটাম দিয়েছিল ক্রিকেটারদের সংগঠন কোয়াব। সেই দাবিতে অনড় ক্রিকেটাররা। 

সংবাদ সম্মেলনে কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, “আমরা অবশ্যই খেলতে চাই। তবে আমাদের দাবিগুলো মানার পরে।” 

দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটার আরও বলেন, “আমরা খেলার বিপক্ষে না। কিন্তু সবকিছুর তো একটা লিমিট থাকে। এখান শুধু আমার না, পুরো ক্রিকেটাঙ্গনকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। সবাইকে অপমান করা হয়েছে।

আল্টিমেটাম তুলে নিয়ে খেলায় ফিরতে বুধবার রাতভর টিম হোটেলে ক্রিকেটারদের মানানোর চেষ্টা করেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তিন প্রভাবশালী পরিচালক। কিন্তু সেই মিশন কার্যত ব্যর্থ হয়েছে।

এ কারণে অনিশ্চিয়তায় পড়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচ। বৃহস্পতিবার ঢাকা পর্বের শুরুতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর ২টায় মুখোমুখি হওয়ার কথা চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের।

কিন্তু সেই ম্যাচ হবে কিনা সেটি এখন অনিশ্চিত। নাজমুলের পদত্যাগের দাবিতে মাঠে আসেননি ক্রিকেটাররা। 

এমনকি সন্ধ্যা ৬টায় দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানসের মধ্যকার ম্যাচটি হবে কিনা সেটি নিয়েও রয়েছে শঙ্কা। বন্ধ রয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচও। 

বুধবার নাজমুলের পদত্যাগের দাবিতে অনলাইনে এক সংবাদ সম্মেলনে কথা বলেন মিঠুন। তিনি বলেন, “কালকে (বৃহস্পতিবার) ম্যাচের আগে পরিচালক নাজমুল ইসলাম রিজাইন না করলে সবধরনের ক্রিকেট বয়কট করা হবে।” 

তিনি আরও বলেন, “উনি যেভাবে আমাদের সব ক্রিকেটারদের নিয়ে মন্তব্য করেছেন এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তো উনি যদি আগামীকাল ম্যাচের আগে রিজাইন না করেন তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বয়কট করব।” 

বৃহস্পতিবার ক্রিকেটারদের বেতন-ভাতা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন নাজমুল। এ নিয়ে ক্ষোভ জানান ক্রিকেটাররা। তবে ক্রিকেটাররা দাবি জানালেও পদত্যাগ না করার সিদ্ধান্তে থাকেন নাজমুল।

পরিস্থিতি শান্ত করতে বিসিবি নাজমু্লকে শোকজ করে। তারপরও ক্রিকেটাররা মাঠে না ফেরায় বোর্ড তাকে অর্থ কমিটির পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর