ঢাকা, ১৩ জানুয়ারি মঙ্গলবার, ২০২৬ || ৩০ পৌষ ১৪৩২
good-food

আইসিসির অনুরোধেও অনমনীয় বিসিবি, ভারতে যাবে না বাংলাদেশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:২৮ ১৩ জানুয়ারি ২০২৬  

বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) মধ্যকার বৈঠকের দিকে তাকিয়েছিল সবাই। 

তবে দুঃসংবাদ হলো, এবার দুই পক্ষের বৈঠকেও এ ব্যাপারে মেলেনি কোনো সুখবর। বরং আবারও বিশ্বকাপের ভেন্যু নিয়ে সম্ভাব্য সমাধান খুঁজে বের করার জন্য সম্মত হয়েছে আইসিসি ও বিসিবি। 

মঙ্গলবার অনলাইনে আইসিসির সঙ্গে বৈঠকে বসে বিসিবি। যেখানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহ-সভাপতি  সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

দুই পক্ষের আলোচনায়, বিসিবি তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে। জানিয়েছে, বাংলাদেশ দল নিরাপত্তাজনিত কারণে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে রাজি নয়।

বিসিবির পক্ষ থেকে আবারও আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে অন্য কোথাও স্থানান্তর করার আবেদন জানিয়েছে।

তবে আইসিসি জানিয়েছে, টুর্নামেন্টের সময়সূচি এরই মধ্যেই ঘোষণা করা হয়েছে। ফলে সময় স্বল্পতার কারণে বিসিবিকে তাদের অবস্থান পুনর্বিবেচনা করার জন্য পাল্টা অনুরোধ করেছে আইসিসি।

যদিও এ ব্যাপারে বিসিবির অবস্থান আগের মতোই। ফলে আজকের মিটিংয়েও কোনো সমাধান মেলেনি। মিটিং শেষে আইসিসি ও বিসিবি উভয় পক্ষই আলোচনার মাধ্যমে সম্ভাব্য সমাধান খুঁজে বের করার জন্য সম্মত হয়েছে।

মূলত আইপিএল থেকে বাংলাদেশি তারকা মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর থেকে বিশ্বকাপ নিয়ে জটিলতা শুরু হয়। কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজকে বাদ দেওয়ার পর থেকেই ভারতে বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ দল। 

সূচি অনুসারে, আগামী ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপ শুরু হওয়ার কথা। আসরের প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশের। তবে ভেন্যু জটিলতায় বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য এখনো ঝুলে আছে। শেষ পর্যন্ত বাংলাদেশ ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে নাকি অন্য কোনো ভেন্যুতে খেলবে সেটিই জানার অপেক্ষায় সবাই।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর