ঢাকা, ১৯ জানুয়ারি সোমবার, ২০২৬ || ৬ মাঘ ১৪৩২
good-food

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি দলে মোস্তাফিজ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৪৯ ১৯ জানুয়ারি ২০২৬  

বল হাতে টি-টোয়েন্টিতে গত বছর দারুণ কেটেছে মোস্তাফিজুর রহমানের। জাতীয় দলের পাশাপাশি স্বীকৃত বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দারুণ ফর্মে ছিলেন এই বাংলাদেশি পেসার। 

এবার তারই স্বীকৃতি পেলেন মোস্তাফিজ। স্বীকৃত টি-টোয়েন্টিতে সব ম্যাচের পারফরম্যান্স বিচারে এই সংস্করণে ছেলেদের বর্ষসেরা একাদশ নির্বাচন করেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট উইজডেন।

সেই একাদশে জায়গা পেয়েছেন মোস্তাফিজ। উইজডেনের একাদশের তালিকায় নেই বাংলাদেশের আর কেউ। সেরা একাদশে সর্বোচ্চ দুজন করে আছেন ভারত, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও সাউথ আফ্রিকার।

২০২৫ সালে মোস্তাফিজ বাংলাদেশের পাশাপাশি বিপিএলে খেলেছেন ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সের জার্সিতে। আইপিএল খেলেছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। আইএলটি-টোয়েন্টিতে খেলেছেন দুবাই ক্যাপিটালসের হয়ে। নিয়েছেন মোট ৫৯ ‍উইকেট। 

উইজডেন বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ: 

অভিষেক শর্মা (ভারত, সানরাইজার্স হায়দরাবাদ, পাঞ্জাব)
রান ১৬০২, স্ট্রাইকরেট ২০২, সর্বোচ্চ ১৪৮, সেঞ্চুরি ৩, উইকেট ১০, ইকোনোমি ৯.৩২, সেরা ৩/২৩

ফিল সল্ট (ইংল্যান্ড, ম্যানচেস্টার অরিজিনালস, ল্যাঙ্কাশায়ার, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, আবুধাবি নাইট রাইডার্স)
রান ১৫৭৫, স্ট্রাইকরেট ১৫৩, সর্বোচ্চ ১৪১*, সেঞ্চুরি: ১, ক্যাচ ৩০

ডেওয়াল্ড ব্রেভিস (সাউথ আফ্রিকা, এমআই কেপটাউট, প্রিটোরিয়া ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস, হ্যাম্পশায়ার
রান ১২০০, স্ট্রাইকরেট ১৮১, সর্বোচ্চ ১২৫*, সেঞ্চুরি ১

স্যাম কারান (ইংল্যান্ড, সারে, ওভাল ইনভিন্সিবল, চেন্নাই সুপার কিংস, ডেজার্ট ভাইপার্স)
রান ১৫২১, স্ট্রাইকরেট ১৪৩, সর্বোচ্চ ৮৮, উইকেট ৫১, ইকোনোমি ৮.৭২, সেরা ৪/১৮

ডনোভান ফেরোইরা (সাউথ আফ্রিকা, টাইটানস, জোবার্গ সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, ওভাল ইনভিন্সিবল, টেক্সাস সুপার কিংস)
রান ৮০৯, স্ট্রাইকরেট ১৮৭, সর্বোচ্চ ৬৩, উইকেট ১৩, ইকোনোমি ৭.৯০, সেরা ৩/২৩

টিম ডেভিড (অস্ট্রেলিয়া, হোবার্ট হারিকেনস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সেন্ট লুসিয়া কিংস, রংপুর রাইডার্স, গাল্ফ টাইটানস, শারজাহ ওয়ারিয়র্স)
রান ১২৩১, স্ট্রাইকরেট ১৭৩, সর্বোচ্চ ১০২*, সেঞ্চুরি ১

সুনীল নারাইন (ত্রিনবাগো নাইট রাইডার্স, কলকাতা নাইট রাইডার্স, আবুধাবি নাইট রাইডার্স, লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স)
রান ৩৯৫, স্ট্রাইকরেট ১৫০, সর্বোচ্চ ৪৪, উইকেট ৩৬, ইকোনোমি ৬.৬৬, সেরা ৩/১৩

জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ, সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস, ইসলামাবাদ ইউনাইটেড, খুলনা টাইগার্স, আবুধাবি নাইট রাইট রাইডার্স, লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স)
রান ৮৪৬, স্ট্রাইকরেট ১৬০, সর্বোচ্চ ৬৩, উইকেট ৯৭, ইকোনোমি ৮.৩০, সেরা ৪/১৪

জ্যাকব ডাফি (নিউজিল্যান্ড, ওটাগো, ওরচেস্টারশায়ার, নর্দার্ন সুপারচার্জার্স)
উইকেট ৫৮, ইকোনোমি ৭.৯০, সেরা ৪/১৪

মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ, ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, দিল্লি ক্যাপিটালস, দুবাই ক্যাপিটালস)
উইকেট ৫৯, ইকোনোমি ৬.৭৮, সেরা ৩/১১

বরুণ চক্রবর্তী (ভারত, তামিলনাড়ু, কলকাতা নাইট রাইডার্স)
উইকেট ৫৫, ইকোনোমি ৭.৬২, সেরা ৫/২৪

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর