ঢাকা, ১২ জানুয়ারি সোমবার, ২০২৬ || ২৯ পৌষ ১৪৩২
good-food

শচীন-সাঙ্গাকারাকে ছাড়িয়ে কোহলির বিশ্বরেকর্ড

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৫৬ ১২ জানুয়ারি ২০২৬  

অনেকটা এক ঢিলে দুই পাখি মারার মতো। বরোদার এক ইনিংসে দুই কিংবদন্তির কীর্তিকে পেছনে ফেলেছেন বিরাট কোহলি। সেই দুই কিংবদন্তি হচ্ছেন—শচীন টেন্ডুলকার ও কুমার সাঙ্গাকারা।

দুই কিংবদন্তিকে পেছনে ফেলার রাতে একটা আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন কোহলি। ৭ রানের জন্য পাননি ওয়ানডে ক্যারিয়ারের ৫৩তম সেঞ্চুরি। 

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৯৩ রানে আউট হয়েছেন ‘রান মেশিন’ খ্যাত ব্যাটার। এই ইনিংস খেলার পথে তৃতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২৮০০০ হাজার রান করেছেন।


কীর্তিটাও গড়েছেন আবার রেকর্ড গড়ে। তাতে শচীনকে পেছনে ফেলেছেন কোহলি। দ্রুততম ২৮০০০ হাজার রানের রেকর্ড করেছেন ৩৭ বছর বয়সী ব্যাটার। ৬২৪ ইনিংসে এই রেকর্ড গড়েছেন।


শচীনের লেগেছিল ৬৪৪ ইনিংস। অন্যদিকে দ্বিতীয় ব্যাটার হিসেবে ২৮০০০ রানের কীর্তি গড়া সাঙ্গাকারার লেগেছিল ৬৬৬ ইনিংস। 


অন্যদিকে তিন সংস্কারণ মিলিয়ে মোট রানে সাঙ্গাকারাকে পেছনে ফেলেছেন কোহলি। শ্রীলঙ্কান কিংবদন্তিকে ছাড়িয়ে যেতে ৪২ রান প্রয়োজন ছিল ভারতের সাবেক অধিনায়কের।


সমীকরণ মেলানোর পর তার নামের পাশে রান ২৮০৬৮। তিনে নেমে যাওয়া উইকেটরক্ষক-ব্যাটার সাঙ্গাকারার রান ২৮০১৬। ৩৪৩৫৭ রানে শীর্ষে আছেন ভারতীয় কিংবদন্তি শচীন।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর