ঢাকা, ২৩ আগস্ট শনিবার, ২০২৫ || ৭ ভাদ্র ১৪৩২
good-food
২৬

নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জনের মরদেহ মিললো মেঘনায়

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৩৩ ২২ আগস্ট ২০২৫  

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদী থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেটি নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জনের সরকারের (৭১) মরদেহ বলে ধারণা করছে পুলিশ।

 

দৈনিক ‘আজকের পত্রিকায়’ সিনিয়র সহকারী সম্পাদক হিসেবে কাজ করতেন বিভুরঞ্জন সরকার। এছাড়া বিভিন্ন গণমাধ্যমে তিনি নিয়মিত কলাম লিখতেন। 

 

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে বের হন বিভুরঞ্জন সরকার। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। ওই দিন রাতে এ কথা জানিয়ে রমনা থানায় জিডি করেছিল পরিবার।

 

শুক্রবার (২২ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে গজারিয়ার বলাকির চর এলাকায় মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় একটি মরদেহ উদ্ধার করেন নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা।

 

সেখানকার দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মোহাম্মদ সালেহ আহমেদ পাঠান বলেন, এদিন বিকেলে বলাকির চর এলাকায় মেঘনা নদীতে মরদেহটি ভাসছিল। পরে স্থানীয় লোকজন জরুরি সেবা নম্বার ৯৯৯–এর মাধ্যমে আমাদের জানান। ঘটনাস্থল গিয়ে বিকেল পৌনে ৪টার দিকে সেটি উদ্ধার করি। সন্ধ্যার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

তিনি বলেন, মরদেহটি নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের বলে তার স্বজনরা শনাক্ত করেছেন। ইতোমধ্যে মরদেহের ছবি রমনা থানায় পাঠানো হয়েছে। 

 

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের শ্যালক দীপঙ্কর সাহা বলেন, মরদেহের ছবি আমরা দেখেছি। এটি আমার বোন জামাইয়ের মতো। মরদেহ আনার জন্য আমার ভাগিনা ও বোন জামাইয়ের এক ভাই মুন্সিগঞ্জের দিকে রওনা হয়েছেন।