ঢাকা, ০৭ অক্টোবর মঙ্গলবার, ২০২৫ || ২১ আশ্বিন ১৪৩২
good-food
৭৮

বাংলাদেশবিরোধী কার্যক্রম সম্পর্কে অবগত নয় ভারত

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৩২ ২০ আগস্ট ২০২৫  

ভারতে আওয়ামী লীগের রাজনৈতিক অফিস বন্ধ করার আহ্বান জানিয়ে ঢাকা যে বিবৃতি দিয়েছে সেটার প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। তারা বলছে, দিল্লি ও কলকাতায় বাংলাদেশবিরোধী কোনো কার্যক্রম সম্পর্কে ওয়াকিবহাল নয় ভারতীয় সরকার।

 

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নিজেদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে পোস্ট করে মন্তব্য করেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিবৃতিটি ভুলভাবে তুলে ধরা হয়েছে।

 

নিজের বিবৃতিতে জয়সওয়াল উল্লেখ করেছেন, ভারতের আইনের পরিপন্থী ‘কথিত আওয়ামী লীগের সদস্য বা অন্য কারো কোনো কার্যক্রম’ সংঘটিত হওয়ার বিষয়ে নয়াদিল্লি অবগত নয়। ভারতীয় মাটিতে অন্য দেশের বিরুদ্ধে কোনো ধরনের কর্মকাণ্ড ভারত সরকার অনুমোদন করে না। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতিটি তাই অপ্রাসঙ্গিক।

 

বাংলাদেশে সুষ্ঠু, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের প্রত্যাশাও প্রকাশ করা হয় জয়সওয়ালের পোস্টে। তিনি বলেন, ভারত তার প্রত্যাশা পুনর্ব্যক্ত করে যে, জনগণের ইচ্ছা এবং ম্যান্ডেট নিশ্চিত করার জন্য বাংলাদেশে যত তাড়াতাড়ি সম্ভব অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর