ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১
good-food
১৩০৪

প্রতিবন্ধীদের পাশে দাঁড়ালেন বঙ্গবন্ধুর দুই কন্যা

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:৫১ ২৯ জুলাই ২০২০  

সিলেট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের ৪৬১ জন প্রতিবন্ধীকে মানবিক সাহায্য হিসাবে নগদ অর্থ ও পোশাক প্রদান করেছেন। রামপাশা ইউনিয়নের ৪টি গ্রাম-জামশেদপুর, ধলীপাড়া, মাখরগাঁও এবং আমতৈল মিলে বৃহত্তর আমতৈল গ্রাম নামে পরিচিত। আমতৈল গ্রামে প্রতিবন্ধিতার হার সিলেটের সামগ্রিক হারের তুলনায় দ্বিগুণেরও বেশি।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম বলেন, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা বৃহত্তর আমতৈল গ্রামের প্রতিবন্ধিতার বিষয়টি তাঁর বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিতে আনেন।

মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি তৎক্ষণাৎ আমলে নেন। তিনি রামপাশা ইউনিয়নের ৪৬১ জন প্রতিবন্ধীকে জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা এবং প্রতি পরিবারের জন্য একটি লুঙ্গি ও একটি শাড়ি দেয়ার জন্য ১৬ লাখ ১৩ হাজার ৫০০ টাকা প্রদান করেন।

এছাড়া প্রধানমন্ত্রী আমতৈল গ্রামের বর্তমান প্রতিবন্ধী শিশুদের সুস্থতা এবং ভবিষ্যতে সুস্থ প্রজন্ম নিশ্চিত করতে গ্রামের সকল প্রতিবন্ধীর সমস্যা যথাযথভাবে চিহ্নিত করে বিশেষ প্রতিবন্ধী ভাতার আওতায় আনাসহ বেশ কিছু নির্দেশনা দেন।

জীবনের গল্প বিভাগের পাঠকপ্রিয় খবর