ঢাকা, ৩০ ডিসেম্বর মঙ্গলবার, ২০২৫ || ১৬ পৌষ ১৪৩২
good-food

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:১২ ৩০ ডিসেম্বর ২০২৫  

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এ ঘোষণা দেওয়ার পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এস.এম. মাহবুব আলম আগে জানিয়েছিলেন যে, রাষ্ট্রীয় শোক পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে কোনো বাধা নয় এবং ২ জানুয়ারির পরীক্ষা চলমান থাকবে।

তবে, পরবর্তীতে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ২ জানুয়ারির সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এদিন সন্ধ্যায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহাদত হোসেন রাকিব জানান, “২ জানুয়ারির পরীক্ষাটি পেছানো হচ্ছে। পরীক্ষার নতুন তারিখ শিগগিরই জানানো হবে।”

এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে পরীক্ষা স্থগিতের গুজব ছড়ালেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তা খণ্ডন করে এবং পূর্বনির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা হবে বলে জানায়।

অধিদপ্তর জানিয়েছে, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২ জানুয়ারি পরীক্ষা হবে। এ লক্ষ্যে গত শনিবার থেকেই পরীক্ষার্থীদের জন্য প্রবেশপত্র ডাউনলোডের ব্যবস্থা চালু করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে শোক প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। একই সঙ্গে ২৯ ডিসেম্বর বুধবার এক দিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয়।

খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউতে হবে। তাকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।