ঢাকা, ১৯ মার্চ মঙ্গলবার, ২০২৪ || ৫ চৈত্র ১৪৩০
good-food
৯৫২

বইমেলা জমে উঠছে

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০৯ ৫ ফেব্রুয়ারি ২০১৯  

অমর একুশে বইমেলা জমে উঠছে। বিপুল দর্শনার্থী স্টলে স্টলে ভিড় করছেন। বিক্রিবাট্টাও হচ্ছে ভালো। মুক্তিযুদ্ধ ও বিজ্ঞানবিষয়ক বই, রহস্য ও অনুবাদমূলক বই বেশি বিক্রি হচ্ছে ।

শিক্ষার্থীদের আগমন সবার দৃষ্টি কেড়েছে। স্কুল-কলেজ ছুটি শেষে শিক্ষার্থীরা ছুটে আসছে মেলায়। তারা বইও কিনছে। মেলার সোহরাওয়ার্দী উদ্যানে অন্য প্রকাশের প্যাভিলিয়নে ছাত্রছাত্রীদের ভিড় দেখা যায়। বই বিক্রির রসিদ লিখে কুলিয়ে উঠতে পারছিল না বিক্রেতারা। এ স্টল থেকে কিরণ মিয়া জানান, অসংখ্য ছাত্র-ছাত্রীরা বই কিনছে। তারা হুমায়ুন আহমেদ, সৈয়দ শামসুল হকসহ বিভিন্ন লেখকের বই কিনছে। তিনি জানান, তাদের স্টলে এ পর্যন্ত ১২টি নতুন বই এসেছে। কিন্তু হুমায়ুন আহমেদের পুরনো বই বিক্রি হচ্ছে বেশি।

অন্যান্যর প্যাভিলিয়নে একই অবস্থা ছিল। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মনিরুল হক জানান, খুবই ভালো লাগছে। ছাত্রছাত্রীরা অতীতে মেলায় এসেছে শেষ দিকে। কিন্তু মঙ্গলবার তো ছাত্রদের ঢল নেমেছে। বইও কিনছে তারা। তিনি জানান, তাদের প্যাভিলিয়নে উপন্যাস, প্রবন্ধ, মুক্তিযুদ্ধসহ বিভিন্ন বিষয়ে চারদিনে ২১টি নতুন বই এসেছে।

বাংলা একাডেমির প্যাভিলিয়ন থেকে জানানো হয়, তাদের বিক্রিতে শীর্ষে রয়েছে বিভিন্ন অভিধান। এর পরই রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামাচা’। একাডেমি এ পর্যন্ত ৭৪টি নতুন বই প্রকাশ করেছে।

এদিন নতুন বই প্রকাশ পেয়েছে; যা এবারের মেলায় সর্বোচ্চ ১৪১টি। এ নিয়ে চারদিনে নতুন বই প্রকাশিত হলো ৩৫৮টি। প্রতিদিনই প্রচুর সংখ্যক বিদেশি সাহিত্য, বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে বই প্রকাশিত হচ্ছে। এ বিষয়ে লেখক ও অনুবাদক নূরুল করিম নাসিম বলেন, মেলার ভেতর পাইরেসি বই বিক্রি হচ্ছে।

মেলায় বাংলা একাডেমির পুকুরের উত্তর পাড়ে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)’এর স্টল ফিতা কেটে উদ্বোধন করেন অধ্যাপক রেহমান সোবহান। স্টল উদ্বোধন শেষে তিনি বলেন, খুই ভালো লাগছে মেলায় এসে। পৃথিবীর অসংখ্য মেলায় যাওয়ার সৌভাগ্য হয়েছে। কিন্তু আমাদের এ মেলার মতো এতো মানুষ বিশ্বের কোনো মেলায় যোগ দেন না। মনে হচ্ছে, আমাদের দেশে পাঠক বৃদ্ধি পাচ্ছে।

শিল্প-সাহিত্য বিভাগের পাঠকপ্রিয় খবর