ঢাকা, ১৯ মার্চ মঙ্গলবার, ২০২৪ || ৫ চৈত্র ১৪৩০
good-food
১৪১৮

বইমেলার জন্য স্টল-প্যাভিলিয়ন বরাদ্দ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৫৯ ১১ জানুয়ারি ২০১৯  

অমর একুশে বইমেলা-২০১৯ অংশ নেয়ার জন্য শতাধিক স্টল বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ৪২টি প্যাভিলিয়ন। দেশের বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানকে সব স্টল বরাদ্দ দেয়া হয়।
মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমির পক্ষ থেকে এসব স্টল প্যাভিলিয়ন বরাদ্দ দেয়া হয়। অতীতের মতো বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানেই মাসব্যাপী এই মেলার আয়োজন করা হচ্ছে।
এবারের মেলার মূল থিম নির্ধারণ করা হয়েছে বিজয় : ১৯৫২ থেকে ১৯৭১ এবং নবপর্যায় আগামী ফ্রেুব্রুয়ারি বিকেল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন। মেলা চলবে পুরো ফেব্রুয়ারি মাস।
বাংলা একাডেমির পরিচালক অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব . জালাল আহমেদ এসব তথ্য জানান।
তিনি জানান , এবারের মেলার মূল থিম নির্ধারণ করা হয়েছে বাঙালির বিজয়কে উপলক্ষ্য করে। বিজয়ের ৫০ বছর সামনে রেখে এই বিয়ষকে মূল থিম হিসেবে গ্রহণ করা হয়েছে। মেলার মূল মঞ্চে বিষয়কে ধারণ করে ধারাবাহিক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে মহান মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সংগঠকরা অংশ নেবেন।
মেলায় অংশ নেয়ার জন্য দেশের প্রকাশনা সংস্থাগুলোকে বিভিন্ন মানের মোট শতাধিক স্টল বরাদ্দ দেয়া হয়েছে। বরাদ্দ দেয়া হয়েছে বিভিন্ন মানের মোট ৪২টি প্যাভিলিয়ন। বড় প্যাভিলিয়ন ১০টি, ইউনিটের প্যাভিলিয়ন ১৩টি এবং ইউনিটের প্যাভিলিয়ন বরাদ্দ পেয়েছে ১৯টি। সব স্টল প্যাভিলিয়ন থাকবে সোহরাওয়ার্দী উদ্যানে। অন্যদিকে একাডেমির ভেতরে সরকারী বেসরকারী বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠানের ১০০ স্টল থাকবে।
শুক্রবার বাংলা একাডেমি পরিদর্শনকালে দেখা যায়, একাডেমির ভেতরে স্টলের কাঠামো মূলমঞ্চের কাজ অনেকটা সম্পন্ন হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে স্টল স্থাপনের উপকরণ এনে রাখা হয়েছে সেখানে একাডেমির লোকজন স্টল নির্মাণের প্রাথমিক কাজ করছেন সারাক্ষণ।
মেলা কমিটির সদস্য সচিব . জালাল আহেমদ জানান, এবারের মেলার বিশেষ আকর্ষণ হচ্ছে, সোহরাওয়ার্দী উদ্যানের বিজয় স্তম্ভ, গ্লাস টাওয়ারসহ পুরো বিজয়ের পুরো আঙ্গিনা মেলার সাথে যুক্ত করা হয়েছে। এর ফলে দর্শনার্থীরা মেলা উপভোগের পাশাপাশি বিজয় স্তম্ভও প্রত্যক্ষ করতে পারবেন।

শিল্প-সাহিত্য বিভাগের পাঠকপ্রিয় খবর