ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১
good-food
৯১৩

বইমেলায় বৃষ্টির হানা: পর্দা নামছে আজ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১০:১৮ ২৮ ফেব্রুয়ারি ২০১৯  

অমর একুশে বইমেলায় পর্দা নামছে আজ।  বৃহস্পতিবার মেলার শেষ দিন রাজধানীতে সিটি নির্বাচনের কারণে যান চলাচল বন্ধ থাকবে।

তাই ধারণা করা হচ্ছিল শেষ দিনে পাঠক ক্রেতারা পছন্দমতো বই কিনতে আসবেন।  কিন্তু বৃষ্টির আর নির্বাচনের কারণে সব পণ্ড হয়ে গেছে।

বুধবার বৃষ্টির কারনে ভেস্তে যায় বইমেলার আয়োজন। সরেজমিনে বইমেলায় দেখা যায়, সকালে বৃষ্টির কারণে বইমেলার কিছুটা ক্ষতি হয়েছে।  টানা ঘণ্টা দুয়েকের বৃষ্টিতে মেলা প্রাঙ্গণে পানি জমে গেছে। স্টলের বই অনেক বই ভিজে গেছে।

 ক্যান্টিন, পুলিশবক্সে ও বাংলা একাডেমির বিভিন্ন ভবন বাংলা একাডেমির ভেতরে লিটলম্যাগ চত্বরে স্টল বন্ধ করে দিয়েছেন সম্পাদক ও কর্মীরা। সকাল সাড়ে দশটা পর্যন্ত মেলা বন্ধ ছিল।

বইমেলার সমাপনী অনুষ্ঠানে আজ বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

সমাপনী দিনে একাডেমির পরিচালক ও মেলার সদস্য সচিব জালাল আহমেদ মাসব্যাপী এ প্রাণের মেলার ওপর একটি প্রতিবেদন উপস্থাপন করবেন। একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী  বক্তব্য রাখবেন।

বাংলা একাডেমি সূত্র জানায়, মেলার ২৬তম দিন পর্যন্ত ৪ হাজার ২৮৪টি বই প্রকাশিত হয়েছে। যা গত দুই বছরের চেয়ে বেশি। এর আগের বছর ৪ হাজার ১৩৪ এবং ৩ হাজার ৬৪৬টি বই প্রকাশিত হয়েছিল।

শিল্প-সাহিত্য বিভাগের পাঠকপ্রিয় খবর