ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১
good-food
৭৯৩

ভেঙে ফেলা হচ্ছে অভিসার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১০:০৩ ২ জুন ২০২০  

লোকসানের মুখে ভেঙে ফেলা হচ্ছে রাজধানীর পুরানো সিনেমা হল অভিসার; স্থায়ীভাবে বন্ধ হচ্ছে একই মালিকের আরেক সিনেমা হল নেপচুন।
কয়েক বছর যাবত  বাংলা চলচ্চিত্র শিল্পে মন্দাবস্থা বিরাজ করছে। টিকে থাকা সিনেমা হলগুলো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। এ অবস্থায় কয়েকটি হল বন্ধ হয়ে গেছে। 
 করোনার প্রভাবে  গত দুই মাস সিনেমা হলগুলো বন্ধ রয়েছে। এজন্য হল মালিকদের লোকসান গুণতে হচ্ছে। এবার 

রাজধানীর টিকাটুলির মোড়ে ২৬ কাঠা জায়গা জুড়ে অবস্থিত ‘অভিসার’ ভেঙে কমিউনিটি সেন্টার নির্মাণ করবে মালিক। তবে  অস্তিত্ব টিকিয়ে রাখতে ছোট একটি সিনেমা হল রাখা হবে বলে জানালেন প্রেক্ষাগৃহের  মালিক সফর আলী ভূঁইয়া।

প্রেক্ষাগৃহের  মালিক সফর আলী ভূঁইয়া জানান, আর্থিক সংকটের মুখে বাধ্য হয়ে হলটি ভেঙে বাণিজ্যিক ভবন করা হচ্ছে। করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলেই পাঁচ তলা ভবন নির্মাণের কাজ শুরু হবে। এ ভবনে একটি কমিউনিটি সেন্টার থাকবে। পাশাপাশি অন্যান্য তলায় ব্যাংক-বীমা ও সায়েন্টিফিক সরঞ্জাম বিক্রির দোকান ভাড়া দেয়া হবে।

তিনি  জানান, প্রায় ৫২ বছরের পুরোনো অভিসার ভেঙে ফেলা হলেও  ভবনে ‘নামকাওয়াস্তে’ দেড়শ’ আসনের ছোট সিনেমা হল রাখার পরিকল্পনা করা হয়েছে। তবে নেপচুন নামে কোনো হল থাকছে না।

শিল্প-সাহিত্য বিভাগের পাঠকপ্রিয় খবর