ঢাকা, ০৯ জানুয়ারি শুক্রবার, ২০২৬ || ২৬ পৌষ ১৪৩২
good-food
২০

স্মার্টফোন-ল্যাপটপ মেরামতের আগে যেসব কাজ করতে ভুলবেন না

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৪০ ৮ জানুয়ারি ২০২৬  

আধুনিক এই সময়ে জীবন গেঁথে গেছে প্রযুক্তির বন্ধনে। দৈনন্দিন কাজে প্রযুক্তির বাইরে আমাদের কাজ-কর্ম করাই যায় না বললে চলে। তাইতো শখের স্মার্টফোন, ল্যাপটপ বা ট্যাবে প্রয়োজনীয় ও গোপনীয় তথ্য থাকে।

অনেক সময় স্মার্টফোন, ল্যাপটপ বা ট্যাব নষ্ট হয়ে যায়। মেরামতের প্রয়োজন পড়ে। এসব স্মার্ট গ্যাজেট নিয়ে যেতে হয় মোবাইল ফোন মিস্ত্রির কাছে।

অনেক সময় যিনি মেরামত করেন তার অসততার কারণে শিকার হতে হয়ে ব্ল্যাকমেইলের। তাই মেরামত করতে দেওয়ার আগে প্রয়োজন সতর্কতার। 

মেরামতের আগে যা করতে হবে 
স্মার্টফোন, ল্যাপটপ বা ট্যাবের গুরুত্বপূর্ণ ডেটা আগে সংরক্ষণ করতে হবে। এক্সটার্নাল হার্ড ড্রাইভ বা পেনড্রাইভে মজুত রাখা যেতে পারে।

ডিভাইস ফ্যাক্টরি রিসেট করতে হবে। একবার নয়, যতবার সম্ভব রিসেট করা ভালো। গুরুত্বপূর্ণ ফাইল ও ডেটা ম্যানুয়ালি কপি করে আলাদা সংরক্ষণ করতে হবে।

ডিভাইসে বাকি ছবি বা অনলাইন ট্রানজ্যাকশন সংক্রান্ত তথ্য দেখে নিতে হবে। রিসেটের আগে হার্ড ড্রাইভ এনক্রিপ্ট করতে হবে। প্রয়োজন হলে ডেটা ওয়াইপ সফ্‌টওয়্যার ব্যবহার করা যেতে পারে।

মেরারমতে আগে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ওয়ালেট ইত্যাদি অনলাইন অ্যাকাউন্ট থেকে অবশ্যই লগআউট করতে হবে। অটো সেভ পাসওয়ার্ড থাকলে ডিলিট করতে হবে।

আইওটি (ইন্টারনেট অব থিংস) নির্ভর গ্যাজেটের সংযোগ বিচ্ছিন্ন করা প্রয়োজন কোনো নষ্ট মোবাইল ফোন মেরামত বা বিক্রির সময়ে। 

ডেটা ইরেজার ব্যবহারের পরে প্রফেশনাল টুল দিয়ে ভেরিফাই করা ভালো। সব ডেটা সঠিকভাবে ডিলিট হয়েছে কি না নিশ্চিত করতে হবে দোকানে আপনার প্রিয় গেজেটটি মেরামত করতে দেওয়ার আগে।