ঢাকা, ০৬ মে মঙ্গলবার, ২০২৫ || ২২ বৈশাখ ১৪৩২
good-food
২৬৬

ঈদে নৌপথে যাতায়াতে যেসব নির্দেশনা মানতে হবে

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৪৪ ১০ এপ্রিল ২০২২  

লঞ্চে চলাচলে যাত্রীদের এনআইডি (ন্যাশনাল আইডেন্টিটি কার্ড) অর্থাৎ জাতীয় পরিচয়পত্র দেখাতে হবে। লঞ্চ কর্তৃপক্ষ তা সংরক্ষণ করবে। রাতের স্পীডবোট ও বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে।

 

রোববার (১০ এপ্রিল) মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদ ব্যবস্থাপনা কমিটির বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এসব তথ্য জানান। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে স্টীমার, লঞ্চসহ জলযান সুষ্ঠুভাবে চলাচল ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণে যথাযথ কর্মপন্থা গ্রহণে এ বৈঠক হয়।

 

প্রতিমন্ত্রী বলেন, নিরাপদ ঈদযাত্রা ও যাত্রী সেবা শতভাগ নিশ্চিত করতে চায় নৌ পরিবহন মন্ত্রণালয়। এ লক্ষ্যে এখন থেকে লঞ্চের টিকেট কাটার সময় ১৮ বছরের ঊর্ধ্বে যাত্রীদের জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিন্ধন প্রদর্শন করতে হবে। ভবিষ্যতেও এ নিয়ম কার্যকর থাকবে।

 

যাত্রী সেবা প্রসঙ্গে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ঈদের আগে ৫ (পাঁচ) দিন এবং ঈদের পরের ৫ (পাঁচ) দিন দিনে সব বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। ঈদের আগে ৩ (তিন) দিন এবং ঈদের পরে ৩ (তিন) দিন নিত্যপ্রয়োজনীয় ও দ্রুত পচনশীল পণ্যবাহী ট্রাক ব্যতীত সাধারণ ট্রাক, কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ থাকবে। স্পীডবোট চলবে না। ঢাকা নদীবন্দরসহ গুরুত্বপূর্ণ নদীবন্দর এলাকায় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ সচেষ্ট থাকবে।

 

মন্ত্রণালয়ের পক্ষ থেকে নেয়া সিদ্ধান্তগুলো যাত্রীদের মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, কম ভাড়ার পেছনে যাতে যাত্রীরা না ছোটেন এবং লঞ্চ মালিকরা যেন কম ভাড়ায় অতিরিক্ত যাত্রী পরিবহন না করেন- সেজন্য নির্ধারিত ভাড়া নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরিবহন পারাপারের জন্য ৫১টি ফেরি প্রস্তুত রয়েছে। ঝুঁকিপূর্ণ ফেরিগুলো বন্ধ করে দেয়া হয়েছে। কোনও ক্রমেই লঞ্চের যাত্রী ও মালামাল ওভারলোড করা যাবে না।

 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, লঞ্চের অনুমোদিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করা যাবে না। অভ্যন্তরীণ নৌপথে যাত্রী সাধারণের সুষ্ঠু ও নির্বিঘ্নে যাতায়াতের লক্ষ্যে ঢাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকায় গার্মেন্টস, নিটওয়ার সেক্টরে নিয়োজিত কর্মীদের এলাকাভিত্তিক বা পর্যায়ক্রমে ছুটি দেয়ার ব্যবস্থা করতে হবে।

 

নৌপথে চলাচলকারী যাত্রী সাধারণ যেকোনও জরুরি প্রয়োজনে ও সেবা সংক্রান্ত বিষয়ে বিআইডব্লিউটিএ’র হটলাইন নম্বরঃ ১৬১১৩-তে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়।

 

এসময় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর আবু জাফর মো. জালালউদ্দিন,  বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (যাত্রী পরিবহন) সংস্থার সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম), লঞ্চ মালিক সমিতির সহসভাপতি শহীদুল ইসলাম ভূঁইয়া, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, নৌপুলিশ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট জেলা প্রশাসক, পুলিশ সুপার সরাসরি ও জুমে বৈঠকে উপস্থিত ছিলেন।

ঈদ প্রস্তুতি বিভাগের পাঠকপ্রিয় খবর