ঢাকা, ০২ জুলাই বুধবার, ২০২৫ || ১৭ আষাঢ় ১৪৩২
good-food

‘ভয়ংকর’ মোস্তাফিজকে নিয়ে পরিষ্কার পরিকল্পনা রয়েছে শ্রীলঙ্কার

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:১৬ ১ জুলাই ২০২৫  

এবারের আইপিএলে দুর্দান্ত পারফর্ম করেছেন মোস্তাফিজুর রহমান। তবে সেই টুর্নামেন্টে পাওয়া চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলা হয়নি তার। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আবার ক্রিকেটে ফিরছেন তিনি। দলটির বিপক্ষে মোস্তাফিজের রেকর্ডও বেশ ভালো। সিরিজের প্রথম ম্যাচ বুধবার (২ জুলাই)।  

 

এখন পর্যন্ত ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪ ম্যাচে ২৩ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। ইকোনমিটাও ভালো, ওভারপ্রতি ৫.০৬।  বাংলাদেশ–শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে তাকে নিয়ে কথা বলতে হলো শ্রীলঙ্কা অধিনায়ক চারিত আসালাঙ্কাকে।

 

মঙ্গলবার (১ জুলাই) কলম্বোয় সংবাদ সম্মেলনে তিনি বলেন, মোস্তাফিজ দারুণ বোলার। সে আগেও তা প্রমাণ করেছে। বাংলাদেশের হয়ে অনেক উইকেট পেয়েছে। আমাদের তাকে নিয়ে একটা পরিষ্কার পরিকল্পনা আছে। আমরা জানি সে কতটা ভয়ংকর হতে পারে।

 

ওয়ানডে সংস্করণে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত ৫৭ ম্যাচ খেলে ১২টি জয় বাংলাদেশের। তবে লঙ্কানদের বিপক্ষে সর্বশেষ দুটি ওয়ানডে সিরিজই জিতেছে টাইগাররা। ঘরের মাঠে উভয় সিরিজই ২–১ ব্যবধানে জিতেছে এর আগে কখনো শ্রীলঙ্কাকে সিরিজ হারাতে না পারা বাংলাদেশ।  

 

এবারও যে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, তেমনটাই মনে করেন আসালাঙ্কা। লঙ্কান অধিনায়ক বলেন, প্রতিটি দলই আমাদের জন্য চ্যালেঞ্জের। বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ। তারাও সাম্প্রতিক অতীতেও ভালো খেলেছে। আমরা শেষ যে ওয়ানডে সিরিজটা খেলেছি বাংলাদেশে। সেটিও মনে হয় তারা জিতেছে। তাই এটা কঠিন চ্যালেঞ্জ হবে।

 

২০১৮ সালে নিদাহাস ট্রফি থেকে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের আগে একটা বাড়তি রোমাঞ্চের তৈরি হয়। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথুসের টাইমড আউটের ঘটনাকে কেন্দ্র করে যা আরও বেশি উত্তেজনায় পৌঁছেছে। এবারও কি তেমন কিছু থাকবে?

 

জবাবে আসালাঙ্কার বলেন, আমরা ভালো বন্ধু বলেই মনে হয়। কিন্তু যখন ক্রিকেট মাঠে খেলার বিষয় আসে, তখন একটা বৈরিতা দেখা যায়। সবাই এটা দেখতেও চায়। ওই ধরনের ম্যাচ, উত্তাপ। কিন্তু দিন শেষে আমরা ভালো বন্ধু।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর