ঢাকা, ২৫ আগস্ট সোমবার, ২০২৫ || ১০ ভাদ্র ১৪৩২
good-food
১১৪

দেবের নায়িকা থেকে বাদ ফারিণ, জানা গেলো কারণ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:২৬ ২৫ জুন ২০২৫  

ঈদে মুক্তি পেয়েছে ছোট পর্দার অভিনেত্রী তাসনিয়া ফারিণ অভিনীত সিনেমা ‘ইনসাফ’। এটি তার দ্বিতীয় এবং প্রথম বাণিজ্যিক সিনেমা। ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের ‘তাণ্ডব’-এর পর ‘ইনসাফ’ বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে।

 

প্রশংসিত হচ্ছে তাসনিয়া ফারিণের উপস্থিতি। গানে, অ্যাকশনে, অভিনয়ে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। আর ‘আকাশেতে লক্ষ তারা’- গানটিতে ফারিণের পারফরম্যান্স দারুণভাবে আলোচিত হচ্ছে।

 

ইতোমধ্যেই ‘ইনসাফ-২’ এর ঘোষণা দিয়েছেন নির্মাতা। পরিচালক সঞ্জয় সমাদ্দার জানান আগামী কোরবানির ঈদের জন্য তৈরি হচ্ছে এ সিনেমার চিত্রনাট্য। এরইমধ্যে অনেকখানি কাজ এগিয়েছে। আর এতেও অভিনয় করবেন ফারিণ। আরও থাকছেন মোশাররফ করিম, শরিফুল রাজও। থাকবে আরও বেশ কিছু চমকও।

 

এমন সময়ে ফারিণের ভক্তদের জন্য এলো মন খারাপের খবর। গেল বছর থেকেই কলকাতার নায়ক দেবের ‘প্রজাপতি ২’ সিনেমা নিয়ে আলোচনা তুঙ্গে। সিনেমাটিতে নায়িকার চরিত্রে অভিনয়ের কথা ছিল তাসনিয়া ফারিণের। এবার জানা গেল, জুলাই থেকে শুরু হতে যাচ্ছে সিনেমাটির শুটিং। তবে দেবের নায়িকা হিসেবে তাসনিয়া ফারিণ আর থাকছেন না। ভিসা জটিলতার কারণে বাদ পড়েছেন তিনি।

 

ভারতীয় গণমাধ্যমের খবর, সিনেমাটিতে দেবের নায়িকা হচ্ছেন ওপার বাংলার ছোট পর্দার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। জানা গেছে, মঙ্গলবার এক বৈঠকে সিনেমাটি নিয়ে প্রযোজক, পরিচালক ও অভিনেতার আলোচনা হয়েছে। অতনু-দেব-অভিজিৎ ঠিক করেছেন, কলকাতায় তারা প্রথম শুটিং শুরু করবেন। পরিস্থিতি স্বাভাবিক হলে দেশের বাইরে শুটিং করবেন।

 

‘প্রজাপতি ২’ সিনেমাটি প্রযোজনা করছেন অতনু রায় চৌধুরী। এটি নির্মাণ করবেন নির্মাতা অভিজিৎ সেন।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর