ঢাকা, ১০ জানুয়ারি শনিবার, ২০২৬ || ২৬ পৌষ ১৪৩২
good-food
২০

ওষুধের মূল্য নির্ধারণে লাগাম টানলো সরকার

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৪৩ ৮ জানুয়ারি ২০২৬  

অবশেষে ওষুধের মূল্য নির্ধারণে লাগাম টানলো অন্তর্বর্তী সরকার। অত্যাবশ্যকীয় ওষুধের মূল্য নির্ধারণ সংক্রান্ত গাইডলাইন উপদেষ্টা পরিষদে অনুমোদন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান এ তথ্য জানান। 

অত্যাবশ্যকীয় তালিকায় ২৯৫টি ওষুধকে তালিকাভুক্ত করা হয়েছে। এর বাইরে প্রায় ১ হাজার ১০০ ওষুধের ওপরও মূল্য নির্ধারণী সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই নিয়ম মানার ক্ষেত্রে ৪ বছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রতি বছর ২৫ শতাংশ হারে এই মূল্য সমন্বয় করতে হবে।

এর আগে ওষুধ নীতি ও মূল্য নির্ধারণ বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা ও প্রস্তাব অনুমোদন করা হয়। 

ডা. সায়েদুর রহমান জানান, নির্ধারিত মূল্য মেনে চলতে না পারলে কোম্পানির নতুন কোনো ওষুধের আবেদন গ্রহণ করবে না কর্তৃপক্ষ।

তিনি বলেন, “মূল্য সমন্বয় করতে তারা চার বছর সময় পাবেন। তালিকার বাইরে থাকা ১ হাজার ১০০ ওষুধের মূল্য ১৫ শতাংশের বেশি বাড়াতে পারবে না। আর যাদের মূল্য বেশি রয়েছে, তাদেরকে ধীরে ধীরে ১৫ শতাংশের মধ্যে নামতে হবে। তবে যাদের মূল্য নির্ধারিতের কম রয়েছে, তারা নির্ধারিত মূল্য পর্যন্ত বাড়াতে পারবে।”

ডা. সায়েদুর রহমান বলেন, “দেশের মানুষের স্বাস্থ্য খাতের মোট ব্যয়ের দুই তৃতীয়াংশই খরচ হয় ওষুধে। গত ৩০ বছর ধরে কোম্পানি ভেদে একই ওষুধের দামের পার্থক্য বাড়ছিল। সেই পার্থক্য কমাতেই ওষুধের মূল্য নির্ধারণ করল সরকার।”

তিনি বলেন, “১৯৯২ সালের আইনে অত্যাবশ্যকীয় ২৯৫টি ওষুধের দাম নির্ধারণ করা হলো।”