ঢাকা, ১৯ জানুয়ারি সোমবার, ২০২৬ || ৫ মাঘ ১৪৩২
good-food
২৯

চিঠির জবাব দিয়েছেন নাজমুল, কী শাস্তি পাচ্ছেন?

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:২৬ ১৮ জানুয়ারি ২০২৬  

এম নাজমুল ইসলামের এক বক্তব্যে রীতিমত ঝড় উঠেছিল ক্রিকেট পাড়ায়। ওই বক্তব্যের জেরে অবশ্য নিজেও বেশ অস্বস্তির মুখে পড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই পরিচালক। 

গত বুধবার ক্রিকেটারদের বেতন-বোনাস নিয়ে প্রশ্ন তুলেছিলেন নাজমুল। যে মন্তব্য ছড়িয়ে গেছে আগুনের ফুলকির মতো। প্রতিবাদস্বরূপ ক্রিকেটাররা বৃহস্পতিবার ম্যাচ বর্জন করেন। পুরো দিনভর চলে বোর্ড ও ক্রিকেটারদের ‘স্নায়ুযুদ্ধ’। 

সবশেষে নাজমুলকে শোকজ করে বিসিবি। অব্যাহতি দেওয়া হয় বিসিবির অর্থ বিভাগের চেয়ারম্যানের পদ থেকে। ক্রিকেটারদের চাপের মুখে পাঠানো হয় কারণ দর্শানোর নোটিশ।

সেই নোটিশ অনুযায়ী, নাজমুলকে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার জন্য ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়। গত শুক্রবার সকাল ১১টায় সেই নোটিশ পাঠানো হয় বিসিবির এই পরিচালকের ঠিকানায়। 

বেঁধে দেওয়া সময় মধ্যে বিসিবির ডিসিপ্লিনারি কমিটিতে জবাবদিহিতা করবেন নাজমুল। নির্দিষ্ট সময়ের মধ্যেই নোটিশের জবাব দিয়েছেন তিনি। এবার সেই অনুসারে পরবর্তী পদক্ষেপ নেবে বিসিবির ডিসিপ্লিনারি বিভাগ।  
 
যদিও বিসিবির পরিচালকদের জন্য ‘কোড অফ কন্ডাক্ট’ নেই। তাই সরাসরি পদ থেকে অপসারণ করা যাবে না। তবে বিসিবির ডিসিপ্লিনারি বিভাগ চাইলে বোর্ডের কার্যক্রম থেকে ওএসডি করতে পারে। এখন বিসিবির ডিসিপ্লিনারি বিভাগ কোন পথে হাঁটে, সেটিই দেখার অপেক্ষা!

এদিকে সেদিনের ঘটনার পর নিজেকে আড়ালে রেখেছেন নাজমুল। শুক্রবারও বোর্ডে তার দেখা মেলেনি। বেশিরভাগ পরিচালকদের ফোনও সেভাবে ধরছেন না নাজমুল।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর