ঢাকা, ০৯ জানুয়ারি শুক্রবার, ২০২৬ || ২৫ পৌষ ১৪৩২
good-food
২২

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জরুরি নির্দেশনা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:১১ ৬ জানুয়ারি ২০২৬  

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমে গণভোট বিষয়ে দেশব্যাপী জনসচেতনতা বাড়াতে জরুরি নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের গণভোট সংক্রান্ত লিফলেট প্রচার এবং সচেতনতামূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে বলা হয়েছে।

সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।  

চিঠিতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১ জানুয়ারির চিঠির নির্দেশনা অনুযায়ী গণভোট ২০২৬ বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত লিফলেট বহুল প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হলো।

নির্দেশনাটি প্রাথমিক শিক্ষার সব আঞ্চলিক উপ-পরিচালক, জেলা ও উপজেলা থানা শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে।