ঢাকা, ১০ মে শনিবার, ২০২৫ || ২৭ বৈশাখ ১৪৩২
good-food
২৪৭

যেসব কারণে প্রসাবের পরিমাণ কমে

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:১১ ১ এপ্রিল ২০২১  

অনেক সময় প্রসাবের পরিমাণ স্বাভাবিকের চেয়ে কমে যায়। কারো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে, আবার কারো বিভন্ন কারণে বয়স বাড়ার আগেই এ সমস্যা দেখা দেয়। এ বিষয়ে রংপুর মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক জানিয়েছেন বেশ কিছু কারণ ও লক্ষণ। চলুন এক নজরে সেগুলো দেখে নেয়া যাক-


কারণসমূহঃ
১. মূত্রাশয়ে পাথর হওয়া।
২. কিডনিতে পাথর হওয়া।
৩. প্রসাবের ধারে ইনফেকশন হওয়া।
৪. জন্ডিস হওয়া।
৫. লিভার দুর্বল হওয়া।
৬. রক্তচাপ বেড়ে যাওয়া।
৭. হস্তমৈত্থুন করা।
৮. হাইপার এসিডিটি হওয়া।
৯. ধাতু দুর্বলতা।
১০. দাঁড়িয়ে প্রসাব করা।


লক্ষণসমূহঃ
১. প্রসাবের বেগ হলে অল্প পরিমাণ প্রসাব হওয়া।
২. প্রসাব ঘোলাটে হওয়া।
৩. প্রসাবের রং হলুদ হওয়া।
৪. প্রসাবের বেগ হলে কোমর ব্যথা হওয়া।
৫. প্রসাব করার পর শারিরীক দুর্বলতা অনুভব করা।