ঢাকা, ২৩ এপ্রিল মঙ্গলবার, ২০২৪ || ১০ বৈশাখ ১৪৩১
good-food
১৬৬

অজান্তে করোনা আক্রান্ত হয়েছেন, কীভাবে বুঝবেন?

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৩৬ ৫ ফেব্রুয়ারি ২০২১  

করোনা শরীরে বাসা বাঁধলে তা অনেক রকম সমস্যা নিয়ে আসে। কিন্তু এমন অনেকের ক্ষেত্রেই দেখা গেছে, যারা হয়তো অ্যাসিম্পট্যোমেটিক ছিলেন। অর্থাৎ সেই অর্থে রোগের কোনও লক্ষ্মণ তাদের মধ্যে ছিল না। তবে তারা যে করোনা আক্রান্ত, সেই তথ্য পেয়ে গিয়েছিলেন। 

 

গবেষকরা বলছেন, এমন অনেকেই রয়েছেন, যারা হয়তো করোনা আক্রান্ত হয়েছেন। কিন্তু বুঝে উঠতে পারেননি যে এ রোগ তাদের হয়েছে। কারণ সেভাবে কোনও সংক্রমণের লক্ষ্মণ ছিল না। করোনা শারীরিক প্রভাব যেমন ফেলে, তেমনই মানসিক স্বাস্থ্যেও আঘাত হানে। যারা আক্রান্ত হয়েছেন, তাদের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে কোভিড-১৯। 

 

একনজরে দেখে নেওয়া যাক, যারা অজান্তেই করোনা আক্রান্ত হয়েছেন, তারা কীভাবে বুঝবেন। ঠিক ঠিক কী কী সমস্যা দেখা দিলে বোঝা যাবে আগে সংক্রমিত হয়েছেন কোনও ব্যক্তি।

 

শ্বাসকষ্টের সমস্যা
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন জানাচ্ছে, করোনা আক্রান্ত হলেই সেই ব্যক্তির শ্বাসকষ্টের সমস্যা থাকবে। সংক্রমণ থেকে সেরে উঠলেও শ্বাসের সমস্যা থেকেই যায়। তাই গবেষকরা বলছেন, যদি আচমকা শ্বাসের সমস্যা হয়, তবে আগে করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। সেই সম্ভাবনা থাকছে।

 

ক্লান্তি
করোনা সংক্রমণ থেকে সুস্থ হলেও সারা শরীরে ক্লান্তি চলে আসে। সেই ক্লান্তি থাকে। ফলে করোনার অন্যতম লক্ষণ বলে মনে করা হয় এ ক্লান্তিকে।

 

শুকনো কাশি
করোনা সংক্রমণ থেকে সুস্থ হলেও শুষ্ক কাশি সঙ্গী হয়ে থাকে রোগীর। ফলে শুকনো কাশি হলে করোনার প্রভাব বলে মনে করা যেতে পারে।