ঢাকা, ০৬ অক্টোবর সোমবার, ২০২৫ || ২১ আশ্বিন ১৪৩২
good-food
২০

অ্যানথ্রাক্স: অসুস্থ গবাদিপশুকে মাটিচাপা দেয়ার পরামর্শ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:২০ ৫ অক্টোবর ২০২৫  

গবাদিপশুর অ্যানথ্রাক্স (তড়কা) রোগের বিস্তার রোধে অসুস্থ গবাদিপশু জবাই করে খাওয়ার পরিবর্তে মাটিচাপা দেয়ার পরামর্শ দিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর। একইসঙ্গে কোনও পশু অসুস্থ হলে দ্রুত নিকটস্থ ভেটেরিনারি হাসপাতালে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। 

 

বলা হয়েছে, সম্মিলিত প্রচেষ্টায় এই রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় অ্যানথ্রাক্স রোগের প্রাদুর্ভাব অধিক হারে দেখা যাওয়ায় এমন বার্তা দিয়েছে কর্তৃপক্ষ।

 

চলতি মৌসুমে রংপুর ও গাইবান্ধা জেলায় সবচেয়ে বেশি পশু অ্যানথ্রাক্সে আক্রান্ত হচ্ছে। সে বিবেচনায় জেলা দুটিকে বিশেষ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এজন্য এই এলাকায় বিশেষ টিকাদান কর্মসূচির আওতায় ৩০ লাখ টিকা সরবরাহ করা হবে। যার মধ্যে রংপুর ও গাইবান্ধায় পাঠানো হবে ২০ লাখ টিকা। এখন পর্ন্তন্ত ১,৬৭,০০০ গরুর শরীরে এ টিকা প্রয়োগ করা হয়েছে।

 

মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর ও গাইবান্ধায় অ্যানথ্রাক্স সংক্রমণের উৎস ও পরিস্থিতি মূল্যায়নের জন্য প্রাণিসম্পদ অধিদপ্তর উচ্চ পর্যায়ের একটি অনুসন্ধান টিম গঠন করেছে। আক্রান্ত এলাকা পরিদর্শন শেষে শিগগিরই প্রতিবেদন দাখিল করবে গঠিত টিম।