ঢাকা, ১৯ মার্চ মঙ্গলবার, ২০২৪ || ৫ চৈত্র ১৪৩০
good-food
৫৪৪

আরেকটি সুপার ওভার হতেই পারতো: টেন্ডুলকার

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৫৯ ১৭ জুলাই ২০১৯  

বিশ্বকাপের ফাইনালের বিজয়ী দল নির্ধারণ করা হয়েছে সবচেয়ে বাউন্ডারি বিবেচনায়। এতে প্রথমবারের মতো শিরোপা জিতেছে ইংল্যান্ড। নিউজিল্যান্ডকে বাউন্ডারির বিবেচনায় হারায় ইংলিশরা।
ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করে উইকেটে ২৪১ রান করে নিউজিল্যান্ড। জবাবে ২৪১ রানে অলআউট হয় ইংল্যান্ড। ফলে টাই হওয়ায় ম্যাচটি গড়ায় সুপার ওভারে। তাতে প্রথমে ব্যাট করে ১৫ রান করে স্বাগতিকরা। জবাব দিতে নেমে ১৫ রান করে কিউইরা। ফলে এখানেও সমান-সমান ইংল্যান্ড-নিউজিল্যান্ড।কিন্তু আইসিসি নিয়মনুযায়ী, ফাইনালে সবচেয়ে বেশি বাউন্ডারি মারা দলটিই জিতে নেবে শিরোপা। সেক্ষেত্রে ৫০ ওভারের ইনিংসে নিউজিল্যান্ডের বাউন্ডারি ছিল ১৪টি, ওভার বাউন্ডারি ছিল ২টি। এরপর ইংল্যান্ডের ইনিংসে বাউন্ডারি ছিল ২২টি, ওভার বাউন্ডারি ছিল ২টি। সুপার ওভারে ইংলিশরা ২টি বাউন্ডারি এবং কিউইরা ১টি ছক্কা হাঁকায়। তাই ১০২ ওভারের ম্যাচে রান সমান হওয়ার পরও, বাউন্ডারি বিবেচনায় শিরোপা জিতে নেয় ইংল্যান্ড।
তবে ফাইনাল ম্যাচে এভাবে জয়ী দল নির্ধারণ না করে, আরও একটি সুপার ওভার হতে পারতো বলে মনে করেন ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। তিনি বলেন, আমি মনে করি, বিজয়ী দল নিশ্চিত হতে আরও একটি সুপার ওভার হওয়া উচিত ছিল। বাউন্ডারির হিসাব না করে আরও একটি সুপার ওভার হলে দুই দলের পক্ষেই সুবিচার হতো। শুধু বিশ্বকাপ ফাইনাল বলে নয়, প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। তাই সুষ্ঠুভাবে জয়ী দল নির্বাচন করা উচিত।
ফাইনালে দুদলই ভালো পারফরম্যান্স করেছে বলে জানান টেন্ডুলকার। তিনি বলেন, অসাধারণ উত্তেজনাকর এক ফাইনাল দেখেছি আমরা। এমন ফাইনাল বিশ্বকাপে খুব বেশি দেখা যায়নি। দুদলই দারুণ পারফরম্যান্স করেছে।
ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারতে হয় ভারতকে। ব্যাটিং অর্ডারে মহেন্দ্র সিং ধোনিকে আরও আগে নামানো উচিত ছিল বলে মনে করেন টেন্ডুলকার। লিটল মাস্টার বলেন, কার্তিক-হার্দিকদের আগে পাঠানো উচিত ছিল ধোনিকে। তবে এখন ওসব আলোচনা করে লাভ নেই। সামনে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। আমাদের সেটি নিয়েই ভাবা উচিত।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর