ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪ || ১০ বৈশাখ ১৪৩১
good-food
২৩৭

করোনা: যাদের ওজন বেশি, সবচেয়ে সমস্যা তাদেরই

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:৩০ ৩ মে ২০২১  

যাদের ওজন বেশি, সবচেয়ে সমস্যা তাদেরই। এবার পরিষ্কার জানা গেল। ওজন বেশি হলে করোনা সংক্রমিত হওয়ার পরও অসুস্থতার ঝুঁকি বেশি। 'দ্য ল্যানসেট ডায়াবেটিস অ্যান্ড এন্ড্রোক্রিনোলজি' জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে এমন তথ্য পাওয়া গেছে।


ল্যানসেটের ওই গবেষণা উদ্ধৃত করে ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকেরা বলছেন, ওজন বেশি থাকলে করোনায় সংক্রমিত হওয়ার পর ঝুঁকি বেড়ে যায়। জানা গেছে, এই বিষয় নিয়ে এমন ব্যাপক গবেষণা এই প্রথম।


ব্রিটেনে বসবাসরত ৬৯ লাখের বেশি মানুষের উপর এই গবেষণা করা হয়েছে। করোনা সংক্রমণের প্রথম ঢেউয়ের সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অথবা মারা গিয়েছেন- এমন ২০ হাজারেরও বেশি রোগীর তথ্য এ গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়েছে।


গবেষকেরা বলছেন, বিএমআইয়ের সূচকে যাদের ওজন বেশি, তাদের করোনায় গুরুতর অসুস্থতার ঝুঁকিও বেশি থাকে। এসব ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকিও ৫ শতাংশ বেশি। 


প্রসঙ্গত, বিএমআই হলো শরীরের উচ্চতা অনুসারে ওজনের হিসাব। গবেষকেরা আরও বলছেন, শুধু ওজন যাদের বেশি, তারাই ঝুঁকিতে আছেন, বিষয়টি এমন নয়। যাদের ওজন কম, করোনায় সংক্রমিত হলে তাদের ক্ষেত্রেও অসুস্থতার ঝুঁকি বেশি থাকে।


গবেষণা অনুসারে, ২০ থেকে ৩৯ বছর বয়সী ব্যক্তিদের মধ্যে অতিরিক্ত ওজনের কারণে করোনার ঝুঁকি বেশি থাকে। তবে ৬০ বছরের বেশি যাদের বয়স, তাদের অতিরিক্ত ওজনের কারণে ঝুঁকি বাড়ে না। আবার ৮০ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে ওজনের কারণে করোনায় গুরুতর অসুস্থতার ঝুঁকি বেশ কম থাকে।
 

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর