ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪ || ১৪ বৈশাখ ১৪৩১
good-food
৭৭১

জাঁকালো আয়োজনে পর্দা উঠলো বঙ্গবন্ধু বিপিএল’র (ভিডিও)

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:১০ ৮ ডিসেম্বর ২০১৯  

ঘড়ির কাঁটায় সন্ধ্যা সাতটা বাজতে মিনিট কয়েক বাকি। ঠিক সেই সময় মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বহু কাঙ্খিত বঙ্গবন্ধু বিপিএলের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ডে বিশেষভাবে নির্মিত ব্যালকনিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সংক্ষিপ্ত বক্তৃতায় বললেন - বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ এই টুর্নামেন্টের উদ্বোধনের দিনে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমি শুভ কামনা জানাচ্ছি। আশা করছি সামনের দিনে এই টুর্নামেন্ট সফল হবে। সার্থক হবে। আজকের এই অনুষ্ঠান আপনারা সবাই ভালোভাবে উপভোগ করুন। সেই সঙ্গে আমি এই বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগ ২০১৯ এর শুভ উদ্বোধন ঘোষণা করছি।’

প্রধানমন্ত্রীর পাশে এসময় দাঁড়িয়ে ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন।

প্রধানমন্ত্রী বিপিএলের উদ্বোধন ঘোষণার খানিক পরেই স্টেডিয়ামের চারপাশ থেকে আতশবাজির উৎসব শুরু হয়। রং-বে-রংয়ের আতশবাজির আলোয় পুরো স্টেডিয়ামের আকাশ ছেয়ে যায়। বঙ্গবন্ধু বিপিএল ৮ ডিসেম্বর উদ্বোধন হলেও মাঠের ক্রিকেট শুরু হবে ১১ ডিসেম্বর।

 

রোববারের গোধূলিবেলাটা ছিল একটু অন্যরকম। বিশেষ করে বর্ণিল মিরপুরের শেরে বাংলা স্টেডিয়াম। ব্যাট-বলে ক্রিকেটারদের মিলনস্থলে হাজির হলেন হাজারখানেক দর্শক। মঞ্চে উঠে তাদের মাতালেন দেশের ও ভারতের জনপ্রিয় শিল্পীরা। আসছে বুধবার শুরু হতে যাওয়া বিশেষ বিপিএলের পর্দা উঠলো এদিন জমকালো আয়োজনে। বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দর্শকদের সঙ্গে উপভোগ করেন কনসার্ট।


বিপিএলে বর্ণিল উদ্বোধনী মঞ্চে সন্ধ্যার পর থেকেই শুরু হয় জমকালো আয়োজন। সবার আগে মঞ্চে ওঠেন ডি রকস্টার শুভ। বেশ কয়েকটি গানে তিনি দর্শকদের মাতান।

ছিল জেমসেরও জনপ্রিয় কয়েকটি গান। উৎসবমুখর ছিল দর্শকসারি।

মঞ্চ মাতান ভারতের জনপ্রিয় শিল্পী সোনু নিগম।  ‘শোনও একটি মুজিবুরের কণ্ঠে’ ও ‘ধন ধান্যে পুষ্পে ভরা’ গান গেয়ে সবাইকে অবাক করে দেন তিনি।

২৫টি ভাষায় গানে পারদর্শী ও ১২শরও বেশি কনসার্টে গান গাওয়া বিশ্বনন্দিত কৈলাশ খের মাতান মঞ্চ।

জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের শেষ দিকে মঞ্চ কাঁপান সালমান খান - ক্যাটরিনা কাইফ।  নাচে - গানে বিনোদিত হন দর্শকরা।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর