ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৬২১

দুর্নীতিবিরোধী অভিযানে ১০ হাজার ৬০০ কোটি ডলার জব্দ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:০১ ৩১ জানুয়ারি ২০১৯  

এক বছরের কিছু বেশি সময় আগে হঠাৎ করেই দুর্নীতিবিরোধী অভিযান শুরু করে দুনিয়াজুড়ে আলোচনায় আসেন সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান, যিনি এমবিএস নামেই বেশি পরিচিত। কারণ ওই অভিযানে দেশটির অনেক প্রিন্স, মন্ত্রী, শীর্ষ ব্যবসায়ী ও কর্মকর্তাদের আটক করা হয়।

বুধবার সেই অভিযানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেছে রিয়াদ। আর প্রায় ১৪ মাসের ওই দুর্নীতিবিরোধী অভিযানে ১০ হাজার ৬০০ কোটি ডলার আদায় হয়েছে।

গতকাল দেশটির রয়াল কোর্ট এক বিবৃতিতে বলেছে, ২০১৭ সালের নভেম্বরে শুরু হওয়া ওই অভিযান চলাকালে কর্তৃপক্ষ ৩৮১ জনকে তলব করেছে। তবে কারো নাম প্রকাশ করা হয়নি।

বিবৃতিতে বলা হয়েছে, ৮৭ জন তাদের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন এবং রিয়াল ইস্টেট, কোম্পানি, নগদ অর্থ কিংবা অন্যান্য সম্পদ জব্দসহ আর্থিক জরিমানার মাধ্যমে তাদের সঙ্গে মীমাংসা করা হয়েছে। আর এভাবেই উল্লিখিত পরিমাণ অর্থ আদায় করা গেছে।

তবে আলজাজিরা বলছে, অভিযানটি যেমন আচমকাই শুরু হয়েছিল তেমনি হঠাৎ করেই বন্ধ ঘোষণা করা হলো। যদিও দেশটির ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে আশঙ্কা রয়েছে যে, পরবর্তী পর্যায়ের অভিযান তথা ধর-পাকড় আসন্ন।

যুবরাজ হওয়ার পর এমবিএস ২০৩০ সাল পর্যন্ত যে সংস্কার পরিকল্পনা গ্রহণ করেছেন তার অংশ হিসেবেই নাকি ওই দুর্নীতিবিরোধী অভিযান শুরু করা হয়- এমনটাই কর্তৃপক্ষ দাবি করে।

কিন্তু সমালোচকদের দাবি, ওই অভিযানের লক্ষ্য হলো- রাজপুত্র, ব্যবসায়ী বা অন্যান্য সেক্টরের প্রভাবশালীদের কোণঠাসা করা, যাতে বিন সালমানের প্রতিদ্বন্দ্বী কেউ না থাকে।


অভিযোগ উঠে  যে, প্রভাবশালীদের কাছ থেকে কোটি কোটি ডলার নিয়ে পরে তাদের ছেড়ে দেওয়া হয়। 

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর