ঢাকা, ১৬ ডিসেম্বর মঙ্গলবার, ২০২৫ || ১ পৌষ ১৪৩২
good-food
৩৪৬

৩০ স্থানের নাম বদলে দিল চীন : ভারত ক্ষুব্ধ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৪২ ২ এপ্রিল ২০২৪  

সীমান্ত নিয়ে চীন-ভারত বিরোধ বহু পুরোনো। সম্প্রতি ভারতের অরুণাচল প্রদেশের সীমান্ত ইস্যুতে উভয়ের মধ্যে বাড়ছে উত্তাপ। এবার এই বিরোধের আগুনে যেন ঘি ঢাললো চীন। অরুণাচল প্রদেশের আরও ৩০টি জায়গার নাম পরিবর্তন করেছে বেইজিং।  ১ মে থেকে এই নতুন নাম কার্যকর হবে বলে  শি প্রশাসন জানিয়েছে।

 

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সোমবার অরুণাচলের ৩০টি অঞ্চলের নাম নিজেদের মতো করে প্রকাশ করে চীন। এ নিয়ে চতুর্থ দফায় প্রদেশটির বিভিন্ন এলাকার চীনা নাম প্রকাশ করল দেশটি। চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, আগামী ১ মে থেকে এই নতুন নাম কার্যকর হবে।

 

এদিকে চীনা নামকরণের বিষয়টি প্রত্যাখ্যান করেছে ভারত। অরুণাচল রাজ্যকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, ‘চীনের দেয়া নাম এই বাস্তবতাকে পরিবর্তন করতে পারবে না।’ এর আগে ২০১৭ সালে প্রথমবার অরুণাচলের ৬টি স্থানের চীনা নাম প্রকাশ করা হয়। পরে ২০২১ সালে দ্বিতীয় দফায় ১৫টি আর ২০২৩ সালে তৃতীয় দফায় আরও ১১টি স্থানের নামের তালিকা প্রকাশ করে চীন।