ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
১১০৫

বন্যহাতি পিষে মারলো ৩ জনকে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৪৫ ২৪ নভেম্বর ২০১৯  

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় লোকালয়ে নেমে আসা হাতির পাল পাহাড়ে ফেরার পথে তাণ্ডব চালিয়েছে। মেরে রেখে গেছে তিনজনকে।  
রোববার সকাল সাড়ে ছয়টা থেকে সাড়ে সাতটার মধ্যে উপজেলার কধুরখীল, চরণদ্বীপ ও শ্রীপুর-হরণদ্বীপ ইউনিয়নে এই হামলা চালায় বণ্য হাতির পাল।
নিহতরা হলেন - চরণদ্বীপ ইউনিয়নের চাঁদেরহাট পূর্ব সৈয়দ নগর এলাকার জাকের হোসেন (৬৫), কধুরখীল ইউনিয়নের মধ্যম কধুরখীল শরীফ পাড়ার আবু তাহের মিস্ত্রী (৬৫) ও শ্রীপুর-হরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা এলাকার আব্দুল মাবুদ (৬০)।

সাত হাতির পালের মধ্যে ছিল চারটি বাচ্চা হাতি।
শনিবার ভোরে স্থানীয় বাসিন্দারা হাতিগুলোকে দেখতে পায়। হাতির পালটি কয়েকবার আশপাশের ফসলি জমিতে নেমে আসায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শনিবার দিনভর স্থানীয় প্রশাসন, বন বিভাগ, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন হাতিগুলোকে সরানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।
স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার ধারণা, প্রায় ১০-১২ কিলোমিটার দূরের করলডেঙ্গা পাহাড় থেকে হাতিগুলো লোকালয়ে এসে পড়ে।
কধুরখীল ইউনিয়নের চেয়ারম্যান মো. ইদ্রিচ বলেন, ভোরে নামাজ পড়তে গিয়ে এক ব্যক্তি হাতিগুলোকে দেখতে পায়। পূর্ব কধুরখীলের বায়তুল ফালাহ জামে মসজিদ সংলগ্ন এলাকায় সাতটি হাতি আছে।  এরমধ্যে চারটি বাচ্চা হাতি। এখানে আশপাশে পাহাড় নেই। সম্ভবত জ্যেষ্ঠপুরা অথবা দূরের করলডেঙ্গার পাহাড় থেকে হাতিগুলো আসে। এই এলাকায় জীবনে আমরা হাতি দেখিনি। এতদূর কিভাবে এলো সেটা বুঝতে পারছি না।

হাতি নেমে আসার খবর শুনে ওই এলাকায় লোকজন জড়ো হয়ে যায়। লোকজনের উপস্থিতি টের পেয়ে হাতির পাল মসজিদ সংলগ্ন সুপারি বাগানে অবস্থান নেয়। সেখান থেকে বেরিয়ে কয়েকবার পাশের ধানক্ষেতে নামে।
বোয়ালখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন বলেন, বনবিভাগের লোকজন চেষ্টা করেছে হাতিগুলো সরাতে। কিন্তু শনিবার সন্ধ্যা পর্যন্ত সেটা সম্ভব হয়নি।
তিনি বলেন, সাতটি হাতি দেখেছি। তবে স্থানীয়দের দাবি, পালে মোট নয়টি হাতি আছে। করলডেঙ্গা পাহাড় ওই এলাকা থেকে প্রায় ১০-১২ কিলোমিটার দূরে।
স্থানীয় বাসিন্দা বদিউল আলম বলেন, হয়ত পথ হারিয়ে অথবা পাকা ধানের গন্ধে হাতি এখানে চলে এসেছে। করলডেঙ্গা পাহাড় থেকে এখানে আসতে কমপক্ষে চারটি ইউনিয়ন পেরিয়ে আসতে হয়।  এভাবে হাতি নামায় এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে।

বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী জানান, হাতির দল দেখতে শনিবার ভোর থেকেই এ এলাকার চারদিকে হাজার হাজার মানুষ অবস্থান নেয়।