ঢাকা, ০৭ আগস্ট বৃহস্পতিবার, ২০২৫ || ২২ শ্রাবণ ১৪৩২
good-food
২২

এনসিপির ৫ শীর্ষ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:১৯ ৬ আগস্ট ২০২৫  

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ শীর্ষ নেতাকে কক্সবাজার সফরের ঘটনায় কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। দলের গুরুত্বপূর্ণ রাজনৈতিক পর্ষদকে না জানিয়ে ৫ আগস্ট ‘জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী’ উপলক্ষে রাষ্ট্রীয় কর্মসূচি চলাকালেই তারা ব্যক্তিগত ভ্রমণে যান।

 

বুধবার (৬ আগস্ট) এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত পৃথক পৃথক চিঠিতে ৫ নেতার কাছে এ ব্যাখ্যা চাওয়া হয়।

 

৫ শীর্ষ নেতা হলেন, এনসিপি মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

 

চিঠিতে বলা হয়েছে, ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি ও আরো চারজন কেন্দ্রীয় নেতা কক্সবাজারে ব্যক্তিগত সফর করেছেন। অথচ এই সফর সম্পর্কে রাজনৈতিক পর্ষদকে আগে থেকে কিছু জানানো হয়নি।

 

চিঠিতে আরো বলা হয়, কেন আপনি এমন সিদ্ধান্ত নিয়েছেন এবং এর পেছনের প্রেক্ষাপট কী তা ২৪ ঘণ্টার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের কাছে সরাসরি উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে হবে।

রাজনীতি বিভাগের পাঠকপ্রিয় খবর